এক নজরে লিওনেল মেসির কীর্তি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩৮ এএম, ২৭ আগস্ট ২০২০
এক নজরে লিওনেল মেসির কীর্তি

ফাইল ফটো

সকল গুঞ্জনের অবসান ঘটিয়ে নতুন মৌসুম শুরু হওয়ার আগেই বার্সেলোনা ছাড়ার কথা জানিয়ে দিয়েছেন ফুটবল যাদুকর লিওনেল মেসি। তবে সেটি এখনো চূড়ান্ত রূপ নেয়নি, এমনকি নতুন করে কোন ক্লাবে যোগ দিচ্ছেন সে বিষয়েও নিশ্চিত তথ্য নেই।

২০১৯ সালে ষষ্ঠ বারের মতো ব্যালন ডি’অঁর খেতাব জয় করার পর থেকেই গণমাধ্যমে গুঞ্জন ওঠে বার্সেলোনা ছাড়তে পারেন মেসি। তবে বরাবরের মতোই বিষয়টি অস্বীকার করে গেছেন আর্জেন্টাইন সুপার স্টার। তবে সবশেষৎ সেই গুজনটিকেই সত্যি পরিণত করতে যাচ্ছেন মেসি।

মঙ্গলবার (২৫ আগস্ট) এক ফ্যাক্স বার্তায় কাতালানদের বার্সেলোনা ছাড়ার ইচ্ছার কথা জানিয়ে দিয়েছেন মেসি। বাজ পড়ার মতো এ সংবাদের মাধ্যমে বার্সেলোনার সাথে ২০ বছরের সম্পর্কের শেষটাও অনেকেই দেখে ফেলেছেন তিনি।

ক্লাব বার্সাতেই ছয়বারে ব্যালন ডি’অঁর জয়ী মেসি বার্সেলোনার হয়ে সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। জিতেছেন চারটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। অথচ ক্লাবের সাথে তার সম্পর্ক খুব একটা সুখকর হচ্ছে না বলেই সম্প্রতি শঙ্কা প্রকাশ করেছেন। ক্লাবের প্রতি নিজের ক্ষোভের বিষয়টিও মেসি তার ফ্যাক্স বার্তায় উল্লেখ করেছেন।

মেসির ফ্যাক্ট ফাইল
পুরো নাম : লিওনেল আন্দ্রেস মেসি কুচ্চিটিনি
জন্ম তারিখ : ২৪ জুন ১৯৮৭
জন্মস্থান : রোজারিও (আর্জেন্টিনা)
জাতীয়তা : আর্জেন্টাইন
উচ্চতা : ১.৬৯ সেন্টিমিটার
ওজন : ৭২ কেজি

ক্যারিয়ার
পজিশন : ফরোয়ার্ড
ক্লাব : বার্সেলোনা (২০০৪ সাল থেকে)
আর্জেন্টিনা : ১৩৮টি ম্যাচ, ৭০ গোল

আন্তর্জাতিক সম্মান
২০০৫ : অনুর্ধ্ব-২০ বিশ্ব চ্যাম্পিয়ন
২০০৮ : অলিম্পিক স্বর্ণ পদক

ক্লাবের হয়ে সম্মান
চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা : ২০০৬, ২০০৯, ২০১১, ২০১৫
লা লিগা শিরোপা : ২০০৫, ২০০৬, ২০০৯, ২০১০, ২০১১, ২০১৩, ২০১৫, ২০১৬, ২০১৮, ২০১৯
কোপা দেল রে : ২০০৯, ২০১২, ২০১৫, ২০১৬, ২০১৭, ২০১৮
ইউরোপীয় সুপার কাপ : ২০০৯-২০১০, ২০১১-২০১২, ২০১৫-২০১৬
স্প্যানিশ সুপার কাপ : ২০০৫-২০০৬, ২০০৬-২০০৭, ২০০৯-২০১০, ২০১০-২০১১, ২০১১-২০১২, ২০১২-২০১৩, ২০১৩-২০১৪, ২০১৬-২০১৭, ২০১৮-২০১৯
ক্লাব বিশ্বকাপ : ২০০৯-২০১০, ২০১১-২০১২, ২০১৫-২০১৬

ব্যক্তিগত সম্মান
ব্যালন ডি’অঁর : ২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫, ২০১৯
উয়েফা ইউরোপীয় মৌসুম সেরা খেলোয়াড় : ২০১১, ২০১৫
বিষ্বকাপ গোল্ডেন বল সেরা খেলোয়াড় : ২০১৪
কোপা আমেরিকা সেরা খেলোয়াড় : ২০১৫

চ্যাম্পিয়ন্স লিগ শীর্ষ গোলদাতা : ২০০৮-২০০৯ (৯ গোল), ২০০৯-২০১০ (৮ গোল), ২০১০-২০১১ (১২ গোল), ২০১১-২০১২ (১৪ গোল), ২০১৪-২০১৫ (১০ গোল), ২০১৮-২০১৯ (১২ গোল)।

লা লিগা শীর্ষ গোলদাতা : ২০০৯-২০১০ (৩৪ গোল), ২০১১-২০১২ (৫০ গোল), ২০১২-২০১৩ (৪৬ গোল), ২০১৬-২০১৭ (৩৭ গোল), ২০১৭-২০১৮ (৩৪ গোল), ২০১৮-২০১৯ (৩৬ গোল), ২০১৯-২০২০ (২৫ গোল)।

অলিম্পিকের সেরা খেলোয়াড় : ২০০৮
অনুর্ধ্ব-২০ বিশ্বকাপ সেরা খেলোয়াড় : ২০০৫

রেকর্ড
ব্যালন ডি’অঁর খেতাব : ৬ বার
লা লিগায় গোল সংখ্যা : ৪৪৪

এক মৌসুমে বড় কোন আসরে করা রেকর্ড গোল : ২০১১-২০১২ (৫০ গোল)
আর্জেন্টিনার হয়ে সর্বকালের সর্বাধিক গোল : ২০০৬-২০১৯ (৭০ গোল)

এক ক্যালেন্ডার বছরে সবধরনের টুর্নামেন্টের সর্বাধিক গোল সংখ্যা : ২০১২ (৯১ গোল)
এক মৌসুমে সব ধরনের টুর্নামেন্টের সর্বাধিক গোল সংখ্যা : ২০১১-২০১২ (৭৩ গোল)।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিলেন লিওনেল মেসি

বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিলেন লিওনেল মেসি

সপ্তম পিচিচি ট্রফি জয়ে মেসির রেকর্ড

সপ্তম পিচিচি ট্রফি জয়ে মেসির রেকর্ড

ফুটবল এবং জীবন, কোনটাই আগের মতো হবে না : মেসি

ফুটবল এবং জীবন, কোনটাই আগের মতো হবে না : মেসি

বার্সেলোনার জার্সিতে মেসির ৫০০তম জয়ের রেকর্ড

বার্সেলোনার জার্সিতে মেসির ৫০০তম জয়ের রেকর্ড