গার্দিওয়ালার ‘বিখ্যাত’ দশ উক্তি

আরিফুল হক বিজয় আরিফুল হক বিজয় প্রকাশিত: ১২:৪৮ পিএম, ১৭ মে ২০২২
গার্দিওয়ালার ‘বিখ্যাত’ দশ উক্তি

ফুটবলের মাঠে খেলোয়াড় কিংবা কোচ হিসেবে সাবেক স্প্যানিশ ফুটবলার পেপ গার্দিওয়ালার তুলনা নাই। বিশেষ করে কোচ হিসেবে বেশ সফল তিনি। যেখানেই হাত দিয়েছেন সোনা ফলিয়েছেন এই স্প্যানিয়ার্ড। বেশ চুপচাপ ও নীরব স্বভাবের লোক তিনি। তবে মাঝেমধ্যে আচানক সব কথা বলে বসেন। সেখান থেকেই বেছে নেওয়া হলো তার দশ ‘বিখ্যাত’ উক্তি।

১. ‘আমি টিকি-টাকা ঘৃণা করি’
স্প্যানিশ ফুটবলে খেলার ধরণের মধ্যে একটি হলো টিকিটাকা। বার্সেলোনার সাফল্যের সিকিভাগ এই টিকি-টাকা ফুটবল খেলেই। তবে খেলার এই ধরণটি মোটেও পছন্দ না বার্সার সাবেক কোচ পেপ গার্দিওয়ালার।

sportsmail24

তার আত্মজীবনী ‘পেপ কনফিডেন্সিয়াল’ বইটিতে বায়ার্ন মিউনিখের প্রথম মৌসুমের গল্প বলতে গিয়ে এমনটাই বলেছেন তিনি। তিনি বলেন, ‘আমি টিকি-টাকা ঘৃণা করি। টিকি-টাকা মানে কোন স্পষ্ট উদ্দেশ্য ছাড়াই বল পাস করা। এটি অর্থহীন।’

২. ‘আমি পরিবর্তন করতে যাচ্ছি না’
ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমের শুরুতে কিছুটা সংগ্রাম করেছিল ম্যানচেস্টার সিটি। তখন গার্দিওয়ালাকে পরামর্শ দেয়া হয়েছিল তার খেলার ধরণ পাল্টাতে। তবে তাতে মোটেই কর্ণপাত করেননি সফল এই কোচ।

তিনি বলেন, ‘আমি সাত বছরে ২১টি শিরোপা জিতেছি। হিসেব করলে প্রতি বছর তিনটি শিরোপা। তার সব কয়টিই এভাবে খেলে। আমি দুঃখিত বন্ধুরা। আমি আমার খেলার ধরণ পরিবর্তন করতে যাচ্ছি না।’

sportsmail24

৩.‘সেবাস্তিয়ান কেহল, চুপ থাকা উচিত’
বায়ার্ন মিউনিখে কোচিং ক্যারিয়ারে দ্বিতীয় মৌসুমেই জার্গেন ক্লপের ডর্টমুন্ডের কাছে হেরে যায় গার্দিওয়ালার দল। খেলা শেষে ডর্টমুন্ড মিডফিল্ডার সেবাস্তিয়ান কেহল বলেছিলেন যে, বায়ার্নের উচিত তাদের দল সাজানো নিয়ে আরও কাজ করা।

কেহলের কথার জবাবে সংবাদ সম্মেলনে এসে বোম ফাটান বায়ার্ন বস। তিনি বলেন, ‘সেবাস্তিয়ান কেহলের জন্য আমার পরামর্শ হলো, যদি লিগে আপনার ৩৫ পয়েন্টের কম থাকে তবে চুপ করাই ভালো। আমাদের এখন সময় আছে কারণ আমরা ইতিমধ্যে বুন্দেসলিগা জিতেছি।’

৪. ‘ইনিয়েস্তা চুলে রং করেন না’
২০০৯ সালে দুর্দান্ত ফর্মে ছিল বার্সেলোনা। বার্সেলোনার এমন ফর্মের কারণ ছিলেন আন্দ্রেস ইনিয়েস্তা। ইনিয়েস্তার প্রশংসা করতে গিয়ে তখন সাংবাদিকদের মজার ছলে খোঁচা মারেন বার্সার সাবেক কোচ।

sportsmail24

তিনি বলেন, ‘ইনিয়েস্তা তার চুলে রং করেন না, তিনি কানের দুল পরেন না এবং তিনি কোনো ট্যাটুও করেননি। সম্ভবত এটি তাকে মিডিয়ার কাছে আকর্ষণীয় করে তোলে। তবে তিনি সেরা।’

৫. ‘আমরা কোনো স্ট্রাইকার কিনতে যাচ্ছি না’
২০২১ সালে একজন স্ট্রাইকারকে সই করাতে চেয়েছিল ম্যানচেস্টার সিটি। তারা তখনকার টটেনহ্যাম হটস্পারের তারকা ফরোয়ার্ড হ্যারি কেনের জন্য ১০০ মিলিয়ন ইউরো বিড প্রস্তুত ছিল। তখন গার্দিওয়ালা বলেন, ‘এত দামে আমরা কোনো স্ট্রাইকার কিনতে যাচ্ছি না। আমরা এটা বহন করতে পারি না।’

৬.’এই দেশের সবাই লিভারপুলকে সমর্থন করে’
চলতি বছরের মে’তে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ড্র করার পর গার্দিওয়ালা তার বিশ্বাসকে তুলে ধরতে চেয়েছিলেন। তিনি দেখেছেন যে, ইংল্যান্ডের বেশিরভাগ মানুষ লিভারপুলকেই সমর্থন করে।

sportsmail24

তখন খোঁচা মেরে পেপ বলেন, ‘এই দেশের মানুষ, মিডিয়া এবং সবাই লিভারপুল সমর্থন করে। কারণ ইউরোপীয় প্রতিযোগিতায় লিভারপুলের একটি অবিশ্বাস্য ইতিহাস রয়েছে। প্রিমিয়ার লিগে তারা ৩০ বছরে মাত্র একটি শিরোপা জিতেছে।’

৭. ‘আমি সবসময় অতিরিক্ত চিন্তা করি’
২০২০-২১ সালের চ্যাম্পিয়নস লিগের ফাইনালে চেলসির কাছে ১-০ গোলে হেরে যায় সিটি। এমন হারে বেশ সমালোচিত হতে হয় গার্দিওয়ালাকে। কারণ আগের ম্যাচ জিতে তিনি তিনি রক্ষণাত্মক মিডফিল্ড দিয়ে খেলা শুরু করার পরিবর্তে আক্রমণাত্মক হয়ে দলকে খেলার পরিকল্পনা করেন।

sportsmail24

নতুন কিছু উদ্ভাবন করতে গিয়ে সমালোচকদের কটাক্ষ করে গার্দিওয়ালা বলেন, ‘চ্যাম্পিয়ন্স লিগে আমি সবসময় অতিরিক্ত চিন্তা করি। আমি সবসময় নতুন কৌশল ও ধারণা তৈরি করি। আমি অনেক বেশি চিন্তা করি, তাই চ্যাম্পিয়ন্স লিগে আমার খুব ভালো ফলাফল হয়েছে। আমি এটা পছন্দ করি।’

৮. ‘মিনো রাইওলাকে উচিত কুকুরদের সম্মান করা’
২০১৮ সালে ম্যানচেস্টার ডার্বির আগে প্রয়াত এজেন্ট মিনো রাইওলা গার্দিওয়ালাকে কুকুর এবং কাপুরুষ বলেছিলেন। জবাবে গার্দিওয়ালা বলেন, ‘তাকে (মিনো রাইওলা) তার খেলোয়াড়দের রক্ষা করতে হবে। কাউকে কাপুরুষ এবং কুকুরের সাথে তুলনা করা ভালো নয়। এটা খারাপ। কুকুরদের সম্মান করতে হবে।’

৯. ‘আমি স্টার্লিং এবং জো হার্টের সাথে কাজ করার জন্য মুখিয়ে আছি’
ম্যানসিটির হয়ে নিজের প্রথম মৌসুমে তেমন কিছুই করতে পারেননি রাহিম স্টার্লিং ও জো হার্ট। তখন চারদিকের সমালোচনার পর তাদের পাশে এসে দাঁড়ান পেপ গার্দিওয়ালা। তিনি বলেন, ‘আমি গত সপ্তাহে শুনেছি তাদের সাথে কি ঘটেছে। আমি অপেক্ষায় আছি তাদেরকে আবার সাহায্য করার জন্য।’

sportsmail24

১০. ‘ফুটবলে সবচেয়ে খারাপ জিনিস হলো অজুহাত’
২০২১ সালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে প্রিমিয়ার লিগের আগেই ইনজুরিতে পড়ে লিভারপুলের কয়েকজন খেলোয়াড়। তখন তাকে লিভারপুলের ইনজুরি সংকট সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। জবাবে স্প্যানিয়ার্ড বলেন, ‘ফুটবলে সবচেয়ে খারাপ জিনিস অজুহাত। অজুহাত দিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন না।’

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

অ্যান্ড্রু সাইমন্ডস: অস্ট্রেলিয়ার আরেক নায়কের চিরবিদায়

অ্যান্ড্রু সাইমন্ডস: অস্ট্রেলিয়ার আরেক নায়কের চিরবিদায়

২০১৪ বিশ্বকাপজয়ী জার্মান তারকাদের গল্প

২০১৪ বিশ্বকাপজয়ী জার্মান তারকাদের গল্প

করিম বেনজেমার চমকপ্রদ ‘অজানা’ দশ তথ্য

করিম বেনজেমার চমকপ্রদ ‘অজানা’ দশ তথ্য

কাতার বিশ্বকাপে শিরোপা জয়ের সম্ভাব্য দল

কাতার বিশ্বকাপে শিরোপা জয়ের সম্ভাব্য দল