ম্যানইউ’র সাথে দীর্ঘ চুক্তিতে স্কট ম্যাকটোমিনে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:১৬ এএম, ২৫ জুন ২০২০
ম্যানইউ’র সাথে দীর্ঘ চুক্তিতে স্কট ম্যাকটোমিনে

ম্যানচেস্টার ইউনাইটেডর সাথে চুক্তি নবায়ন করেছেন মিডফিল্ডার স্কট ম্যাকটোমিনে। নতুন চুক্তি অনুযায়ী ২০২৫ সাল পর্যন্ত ওল্ড ট্রাফোর্ডেই থাকছেন এই স্কটিশ মিডফিল্ডার।

২৩ বছর বয়সী একাডেমি গ্যাজুয়েট ম্যাকটোমিনে ২০১৭ সালে ইউনাইটেডের হয়ে প্রথম ম্যাচ খেলতে মাঠে নেমেছিলেন। এ পর্যন্ত ৭৫টি ম্যাচ খেলে ৬টি গোলও করেছেন।

নতুন চুক্তি প্রসঙ্গে ম্যাকটোমিনে বলেছেন, ‘এই মুহূর্তে আমি বুঝতে পারছি আমাদের সকলেরই অনেক বিষয় নিয়ে চিন্তা করতে হচ্ছে। সে কারণেই এই চুক্তি করতে পেরে আমি দারুণ আনন্দিত। ভবিষ্যতে এই দলটির হয়ে আরও কিছু করে দেখাতে চাই।’

তিনি আরও বলেন, ‘আমি সবসময়ই এই ক্লাবের হয়ে খেলতে চেয়েছি। আশা করছি ক্লাবের প্রতি সেই ভালোবাসা আমি মাঠে প্রমাণ করতে পেরেছি। এই ক্লাবের জার্সি গায়ে দিয়ে সর্বোচ্চটাই দেওয়ার চেষ্টা করব।’

এবারের মৌসুমে ইউনাইটেডের হয়ে সবধরনের প্রতিযোগিতায় ম্যাকটোমিনে ২৮টি ম্যাচ খেলেছেন। এর মধ্যে দুই মাস হাঁটুর ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন। কোচ ওলে গানার সুলশার তার ওপর বরাবরই আস্থা রেখেছেন।

ইউনাইটেড বস বলেছেন, যখন থেকে আমি যোগ দিয়েছি স্কট নিজেকে দারুণভাবে প্রমাণ করেছে। মধ্য মাঠে সে আমার দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। আশা করছি ভবিষ্যতেও সে (স্কট ম্যাকটোমিনে) দলের জন্য একজন অপরিহার্য্য খেলোয়াড় হিসেবে নিজেকে প্রমাণ করবে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

জন্মদিনেও বঞ্চিত মেসি, বার্সেলোনার ত্রাণকর্তা ইভান

জন্মদিনেও বঞ্চিত মেসি, বার্সেলোনার ত্রাণকর্তা ইভান

ফুটবল-বেসবলে দর্শক উপস্থিতির অনুমোদন দিল জাপান

ফুটবল-বেসবলে দর্শক উপস্থিতির অনুমোদন দিল জাপান

টানা দুই পরাজয়ে হতাশ আর্তেতা

টানা দুই পরাজয়ে হতাশ আর্তেতা

রোনালদো-দিবালার গোলে জুভেন্টাসের জয়

রোনালদো-দিবালার গোলে জুভেন্টাসের জয়