করোনায় আক্রান্ত হয়েছিল পিএসজির তিন ফুটবলার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০১ এএম, ২৬ জুন ২০২০
করোনায় আক্রান্ত হয়েছিল পিএসজির তিন ফুটবলার

করোনাভাইরাসের কারণে লকডাউনের সময় পিএসজির তিনজন খেলোয়াড়সহ ক্লাবের এক স্টাফ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বলে স্বীকার করেছে ফরাসী চ্যাম্পিয়নরা। তবে পরবর্তীতে পরীক্ষায় তাদের দেহে কোভিড-১৯ এর অস্তিত্ব পাওয়া যায়নি।

সোমবার (২২ জুন) পুনরায় আক্রান্তদের দেহে করোনা পরীক্ষার পর নেগেটিভ আসায় সপ্তাহের শেষে শুরু হওয়া অনুশীলনে তাদের যোগদানের অনুমতি দেওয়া হয়েছে। যদিও পিএসজির পক্ষ থেকে খেলোয়াড়দের নাম প্রকাশ করা হয়নি।

এক বিবৃতিতে পিএসজি জানিয়েছে, তারা একে অপরের সংষ্পর্শে এসেছিল। তবে এখন সকলেই পুরোপুরি সুস্থ হয়ে ওঠায় অনুশীলনে যোগ দিয়েছেন।’

কোভিড-১৯ মহামারীর কারণে লিগ ওয়ান বাতিলের ঘোষণা দেওয়া সত্বেও জুলাই মাসে বড় ম্যাচের জন্য মুখিয়ে আছে পিএসজি। জুলাইয়ের শেষে পিএসজি ফ্রেঞ্চ কাপ ও লিগ কাপের ফাইনালে খেলবে। এছাড়া আগস্টে লিসবনে চ্যাম্পিয়ন্স লিগের ‘ফাইনাল এইট’ খেলতে মাঠে নামবে।

এর আগে করোনাভাইরাসের কারণে মৌসুম শেষ না করেই এপ্রিলে স্থগিত করা হয় ফরাসী লিগ ওয়ান। যেখানে পয়েন্ট টেবিলে সবার উপরে থাকায় চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হয় প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি)।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

চ্যাম্পিয়ন্স লিগেই কাভানিকে পাচ্ছে না পিএসজি

চ্যাম্পিয়ন্স লিগেই কাভানিকে পাচ্ছে না পিএসজি

নেইমারের ক্লাব ছাড়ছেন সিলভা ও কাভানি

নেইমারের ক্লাব ছাড়ছেন সিলভা ও কাভানি

পিএসজিতে ফিরলে নেইমারের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক

পিএসজিতে ফিরলে নেইমারের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক

ত্রাণের তালিকায় নেইমারের নাম!

ত্রাণের তালিকায় নেইমারের নাম!