পিএসজিতে ফিরলে নেইমারের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৩৫ এএম, ১৫ জুন ২০২০
পিএসজিতে ফিরলে নেইমারের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক

প্রাণঘাতি করোনাভাইরাসের মাঝে নিজ দেশের ব্রাজিলে অবস্থান করছিলেন ফুটবল তারকা নেইমার।ব্রাজিলের করোনা পরিস্থিতির ভয়াবহতা কাটিয়ে প্যারিসে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে পিএসজিতে ফিরলে নেইমারকে ১৪ দিন কোয়ারেন্টিনে কাটাতে হবে।

শনিবার থেকে ফ্রান্স তার সকল বর্ডার খুলে দিয়েছে। আসন্ন চ্যাম্পিয়ন্স লিগকে সামনে রেখে খুব শিগগিরই প্রস্তুতি শুরু করতে যাচ্ছে প্যারিসের জায়ান্টরা।

স্থানীয় একটি গণমাধ্যমে জানানো হয়, প্যারিসে ফিরলেও নেইমারকে অনুশীলনে ফেরার আগে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত দেশগুলোর মধ্যে ব্রাজিল অন্যতম।

দেশটিতে করোনা পরিস্থিতি উচ্চ ঝুঁকিসম্পন্ন হওয়ায় যেকোন নাগরিক ফ্রান্সে আসলে সরকারের নির্দেশনা অনুযায়ী দুই সপ্তাহের কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক।

২১ জুন ফ্রান্সে ফিরে পরের দিনই অনুশীলন শুরু করার পরিকল্পনা করেছিলেন নেইমার। তবে বর্তমান পরিস্থিতিতে এবং সম্ভাব্য কোয়ারেন্টাইন নির্দেশনার কারণে নেইমার তার সফরের তারিখ পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন।

এপ্রিলের শেষে লিগ ওয়ান মৌসুমে বাতিলে ঘোষণা দিয়ে পিএসজিকে চ্যাম্পিয়ন নির্বাচিত করা হয়। তবে পিএসজি এখনো চ্যাম্পিয়ন্স লিগে টিকে রয়েছে। ফরাসি ঘরোয়া ট্রান্সফার উইন্ডো সোমবার থেকে খুলে দেওয়া হচ্ছে। যে কারণে পিএসজিতে নেইমারের ভবিষ্যৎ নিয়েও আরও একবার জল্পনা-কল্পনা শুরু হয়েছে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

নেইমারের বিরুদ্ধে সমকামী অধিকার কর্মীর মামলা

নেইমারের বিরুদ্ধে সমকামী অধিকার কর্মীর মামলা

ত্রাণের তালিকায় নেইমারের নাম!

ত্রাণের তালিকায় নেইমারের নাম!

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত নেইমার-এমবাপের ক্লাব

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত নেইমার-এমবাপের ক্লাব

ছেলের চেয়ে ছোট তরুণের সঙ্গে নতুন সম্পর্কে নেইমারের মা

ছেলের চেয়ে ছোট তরুণের সঙ্গে নতুন সম্পর্কে নেইমারের মা