বার্সেলোনার উচিত স্টেডিয়ামের নাম পরিবর্তন করে লিও মেসি দেওয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:১৬ এএম, ২০ জুলাই ২০২০
বার্সেলোনার উচিত স্টেডিয়ামের নাম পরিবর্তন করে লিও মেসি দেওয়া

করোনা পরবর্তী সময়ে মাঠে ফিরে একেবারে নিষ্প্রভ পারফরম্যান্স দেখিয়েছে বার্সেলোনা। তাতে হতাশা ছেয়ে গেছে ক্লাব ও ক্লাব সমর্থকদের মাঝে। নিজেদের নিষ্প্রভ পারফরম্যান্সে ইতোমধ্যে লা লিগার শিরোপা হারিয়েছে বার্সেলোনা। ওসাসুনার সাথে হারের রাতে ভিয়ারিয়ালকে হারিয়ে শিরোপা নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।

যে ক্লাবটি এক মৌসুমেই ছয়টা শিরোপা জিতেছে তারাই কি-না চলতি মৌসুমে একটা শিরোপাও পায়নি। বার্সেলোনার সাবেক তারকা ও ব্রাজিলের দানি আলভেজ মনে করেন, আমরা তাকে যেভাবে সাহায্য করেছি বর্তমানে সে তেমন সহযোগিতা পাচ্ছে না। আর সে কারণে দল ব্যর্থ হচ্ছে। মেসি তো একা সব করা সম্ভব না , সেও তো একজন মানুষ।

কাতালুনিয়া রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে আলভেজ বলেন, ‘ও (মেসি) একজন জাত বিজয়ী। ও (মেসি) কখনই হারতে পছন্দ করে না। ফলে এই অবস্থায় ওর রাগ হবে এটাই স্বাভাবিক। আমার মতোই, সব সময় জিততে চায়। অনেক বছর ধরেই ফুটবল খেলছে, ও বোঝে কখন দল ভালো খেলছে আর কখন খারাপ। অনেক বছর ধরেই বার্সেলোনায় আছে। ও জানে জেতার জন্য কী কী করতে হয়।’

তিনি আরও বলেন, ‘আমার যেটা মনে হয়, ওর যে সমস্যা হচ্ছে, সেটা হল ঠিকঠাক সমর্থন পাচ্ছে না, সহযোগিতা পাচ্ছে না। অবশ্যই আমাদের সময়ও মেসি মূল তারকা ছিল, কিন্তু আমরাও যথাযোগ্যভাবে সাহায্য করেছি। সব সময় শীর্ষে থাকতে চায়। কিন্তু একটা শীর্ষস্থানীয় ক্লাব হতে গেলে মেসি একা কিছু করতে পারবে না, আপনার আরও মানুষ লাগবে সেটা বানানোর জন্য। সব সময় ক্লাবের জন্য প্রাণপণ চেষ্টা করে গেছে। তবে দিনশেষে মেসিও একজন মানুষ।’

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে এবারের মৌসুম শেষে বার্সেলোনা ছাড়ছেন মেসি। তবে বার্সেলোনার সভাপতি অবশ্য জানিয়েছেন বার্সেলোনাতেই থাকছেন মেসি। হতাশ হয়ে মেসি যদি ক্লাবই ছেড়ে দেন? এমন আশঙ্কা আছে আলভেজেরও। তেব তিনি মনে করেন, মেসি এমনটা করবে না।

আলভেজ বলেন, আমারা মনে হয় না মেসি অমনটা করবে। তবে যদি চলে যায় ক্লাবের ইতিহাসের সবচেয়ে বড় ভুল হবে সেটা। তাই ওকে যথাযোগ্য সম্মান দেয়া উচিত। আমার মতে স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ক্যাম্প ন্যু থেকে লিও মেসি করা উচিত।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

টানা দুই ম্যাচে পিএসজির গোল বন্যা

টানা দুই ম্যাচে পিএসজির গোল বন্যা

ফিফার নিষেধাজ্ঞা মুক্ত হলো সাইফ স্পোর্টিং ক্লাব

ফিফার নিষেধাজ্ঞা মুক্ত হলো সাইফ স্পোর্টিং ক্লাব

লা লিগার নতুন মৌসুমেও দর্শক নিয়ে শঙ্কা

লা লিগার নতুন মৌসুমেও দর্শক নিয়ে শঙ্কা

রিয়ালের দিকে তাকালে চলবে না, আমাদের জিততে হবে : মেসি

রিয়ালের দিকে তাকালে চলবে না, আমাদের জিততে হবে : মেসি