ফিফা সভাপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০৪ এএম, ০১ আগস্ট ২০২০
ফিফা সভাপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা

দুর্নীতির অভিযোগে বেশ কয়েক বছর আগে বরখাস্ত হয়েছিলেন সেফ ব্ল্যাটার। এবার বর্তমান ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিপক্ষে আনা হয়েছে দুর্নীতির অভিযোগ। তারই ফলশ্রুতিতে ফৌজদারি মামলা হয়েছে।

ধারণা করা হচ্ছে, সুইস অ্যাটর্নি জেনারেল মাইকেল লবারের সাথে ইনফান্তিনোর অবৈধ লেনদেন হয়ে থাকতে পারে। এই খবর দিয়েছে, সুইজারল্যান্ডের প্রশাসনের আধিকারিকরা। মামলায় লবারের বিরুদ্ধে তদন্ত শুরুর অনুমতি চাওয়া হয়েছে।

আদালতের একটি রায়ে বলা হয়েছে, এই অ্যাটর্নি জেনারেল নাকি ইনফান্তিনোর সাথে সভা করার খবর বেমালুম গোপন করেছিলেন ফিফায় দুর্নীতির তদন্তে আসা অফিসারদের কাছে।

এমনকি তদন্তের সময় অফিসারদের মিথ্যা তথ্যও দেওয়া হয় বলে জানানো হয়। এরপরই লবার পদত্যাগ করেন। তবে লবার ও ইনফান্তিনো সকল অভিযোগ অস্বীকার করেছেন।

সুইস প্রশাসনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘অভিযুক্ত ব্যক্তিরা সরকারি অফিসের অপব্যবহার করে থাকতে পারেন। সেই সঙ্গে সরকারি গোপনীয়তার শর্ত ভাঙার অভিযোগও এসেছে। এমনকি তাদের পক্ষে অপরাধীদের সাহায্য করাও অসম্ভব নয়।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

প্রিমিয়ার লিগে দর্শক ফিরলেও কমানো হচ্ছে সংখ্যা

প্রিমিয়ার লিগে দর্শক ফিরলেও কমানো হচ্ছে সংখ্যা

মালয়েশিয়ায় হবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ

মালয়েশিয়ায় হবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ

ফাইনাল ম্যাচের তারিখ নিয়ে অসন্তুষ্ট উয়েফা

ফাইনাল ম্যাচের তারিখ নিয়ে অসন্তুষ্ট উয়েফা

দর্শক নিয়ে সাহসী পদক্ষেপ নিল ফ্রান্স

দর্শক নিয়ে সাহসী পদক্ষেপ নিল ফ্রান্স