ফুটবল, ক্লাব ও খেলোয়াড় নিয়ে কমিটির ছয় সিদ্ধান্ত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৩ এএম, ১৮ সেপ্টেম্বর ২০২০
ফুটবল, ক্লাব ও খেলোয়াড় নিয়ে কমিটির ছয় সিদ্ধান্ত

ছবি : বাফুফে

দেশব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে গত ফুটবল মৌসুম বাতিল ঘোষণা করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে বর্তমান পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে নতুন করে মাঠের ফুটবল শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে বাতিল হওয়া মৌসুমে খেলোয়াড়দের পারিশ্রমিকের বিষয়ে সিদ্ধান্ত জানিয়েছে বাফুফে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাফুফের প্রফেশনাল ফুটবল লিগ কমিটির ২৬তম সভা অনুষ্ঠিত হয়েছে। মতিঝিলস্থ বাফুফে ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভার সভাপতিত্ব করেন বাফুফে সিনিয়র সহ-সভাপতি ও কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী।

সভায় বেশ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেগুলো হলো-

এক. বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০১৯-২০ মৌসুমের সকল খেলােয়াড় নিজ নিজ ক্লাবে ২০২০-২১ মৌসুমের জন্য পুনরায় রেজিস্ট্রেশন করবেন। তবে ক্লাব ও খেলােয়াড়ের সমঝােতা সাপেক্ষে বাফুফের মাধ্যমে খেলোয়াড়রা ক্লাব পরিবর্তন করতে পারবেন।

দুই. ২০১৯-২০ মৌসুমের খেলােয়াড়দের চুক্তির অবশিষ্ট অর্থ সংশ্লিষ্ট ক্লাবগুলো সম্পূর্ণ পরিশােধ করবে এবং আসন্ন ২০২০-২১ ফুটবল মৌসুমের শুরুতে ক্লাব কর্তৃক ৪১-৪৫ ভাগ অর্থ খেলােয়াড়দেরকে পরিশােধ করতে হবে।

তিন. ২০১৯-২০ ফুটবল মৌসুমে ক্লাব ও খেলােয়াড়ের সাথে সম্পাদিত চুক্তির ভিত্তিতে নূন্যতম ২৫ শতাংশ অর্থ ২০২০-২১ ফুটবল মৌসুমে পারিশ্রমিক হিসেবে পরিশােধ করতে হবে।

চার. চলতি ২০২০-২১ মৌসুমে ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ’-এর খেলাগুলাে ঢাকার আশেপাশের ৩-৪টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

পাঁচ. ২০২০-২১ ফুটবল মৌসুম দ্রুত সমাপ্তকরণের উদ্যোগ গ্রহণ করা হবে।

ছয়. চলতি মৌসুমে চারজন বিদেশি খেলােয়াড় চুক্তিবদ্ধ করার বিষয়ে ক্লাবসমূহ মত প্রকাশ করেছে।

এসব সিদ্ধান্তসমূহ অক্টোবর ৩ নির্বাচনের পর বাফুফে নির্বাহী কমিটির সভায় অনুমােদনের জন্য উত্থাপন করা হবে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

তারকা স্বীকৃতি দিয়ে ফুটবল একাডেমিগুলোকে পুরস্কৃত করবে বাফুফে

তারকা স্বীকৃতি দিয়ে ফুটবল একাডেমিগুলোকে পুরস্কৃত করবে বাফুফে

নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে চান জেমি

নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে চান জেমি

ক্রিকেটের মতো ফুটবলেও অবকাঠামোর উন্নয়ন চান জেমি ডে

ক্রিকেটের মতো ফুটবলেও অবকাঠামোর উন্নয়ন চান জেমি ডে

করোনায় নড়েনি ফিফার র‌্যাংকিং, পূর্বের স্থানেই বাংলাদেশ

করোনায় নড়েনি ফিফার র‌্যাংকিং, পূর্বের স্থানেই বাংলাদেশ