পাঁচ বছরের জমে থাকা ট্রফি বিতরণ করলো বাফুফে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫৮ এএম, ২২ সেপ্টেম্বর ২০২০
পাঁচ বছরের জমে থাকা ট্রফি বিতরণ করলো বাফুফে

সর্বশেষ ৫ বছরে বাংলাদেশে বেশ কয়েকটি লিগ অনুষ্ঠিত হলেও দলগুলোর ট্রফি জমা পড়ে ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অধীনে। অবশেষে পাঁচ বছরের জমে থাকা ট্রফি ক্লাবগুলোর কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

দেশের বিভিন্ন লিগ ও টুর্নামেন্টের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থান পাওয়া ক্লাবগুলোর মধ্যে ট্রফি ও পুরস্কার বিতরণ করেছে বাফুফে। সোমবার (২১ সেপ্টেম্র) মতিঝিলস্থ বাফুফে ভবনে বিজয়ী ক্লাবগুলোর প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয় এসব পুরস্কার। এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী এমপি সহ ফেডারেশনের কর্মকর্তারা।

বিতরণকৃত ট্রফির তালিকা:
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০১৪-১৫ রানার্স-আপ - শেখ রাসেল ক্রীড়া চক্র লিঃ, মিনিষ্টার ফ্রিজ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ ২০১৪-১৫ রানার্স-আপ আরামবাগ ক্রীড়া সংঘ, জেএফসি ফ্যান তৃতীয় বিভাগ ফুটবল লিগ ২০১৫ চ্যাম্পিয়ন দিলকুশা স্পোর্টিং ক্লাব, রানার্স-আপ -বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), তৃতীয় স্থান- খিলগাঁও ফুটবল একাডেমী, চতুর্থস্থান -গৌরীপুর স্পোর্টিং ক্লাব।

সাইফ পাওয়ার ব্যাটারী বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০১৭ - রানার্স-আপ লেঃ শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিঃ, সাইফ পাওয়ার টেক সিনিয়র ডিভিশন ফুটবল লিগ ২০১৭ - চ্যাম্পিয়ন স্বাধীনতা ক্রীড়া সংঘ, রানার্স-আপ ওয়ারী ক্লাব, সাইফ পাওয়ার টেক দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ ২০১৭ - চ্যাম্পিয়ন নবাবপুর ক্রীড়া চক্র, রানার্স-আপ কসাই টুলী সমাজ কল্যাণ পরিষদ, সাইফ পাওয়ার ব্যাটারী তৃতীয় বিভাগ ফুটবল লিগ ২০১৮-চ্যাম্পিয়ন আরামবাগ ফুটবল একাডেমী, রানার্স-আপ কদমতলা সংসদ, তৃতীয় সদ্দিকবাজার ঢাকা জুনিয়র স্পোর্টিং ক্লাব, চতুর্থ সাইফ এসসি লিঃ যুব দল, পঞ্চম যাত্রাবাড়ী ঝটিকা সংসদ ঢাকা।

টিভিএস বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০১৮-১৯ রানার্স-আপ আবাহনী লিঃ ঢাকা, টিভিএস বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ ২০১৮-১৯ রানার্স-আপ উত্তর বারিধারা ক্লাব, দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ ২০১৮-১৯ চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও ক্রীড়া সংসদ মুগদা, রানার আপ ইষ্ট অ্যান্ড ক্লাব, তৃতীয় দিলকুশা স্পোর্টিং ক্লাব, টিভিএস সিনিয়র ডিভিশন ফুটবল লিগ ২০১৮-১৯ চ্যাম্পিয়ন কাওরান বাজার প্রগতি সংঘ , রানার্স-আপ ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ঘরের মাঠে হোঁচট খেল ম্যানচেস্টার ইউনাইটেড

ঘরের মাঠে হোঁচট খেল ম্যানচেস্টার ইউনাইটেড

মেসিকে নিয়ে মুখ খুললেন গার্দিওলা

মেসিকে নিয়ে মুখ খুললেন গার্দিওলা

জুভেন্টাস ছেড়ে ইন্টার মিয়ামিতে হিগুয়েইন

জুভেন্টাস ছেড়ে ইন্টার মিয়ামিতে হিগুয়েইন

২৩ সদস্যের দল নিয়ে প্রস্তুত ব্রাজিল

২৩ সদস্যের দল নিয়ে প্রস্তুত ব্রাজিল