ঘরের মাঠে হোঁচট খেল ম্যানচেস্টার ইউনাইটেড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫২ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২০
ঘরের মাঠে হোঁচট খেল ম্যানচেস্টার ইউনাইটেড

ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের শুরুটা ভালো হলো না ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসের কাছে হেরে ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২০-২১ মৌসুম শুরু করল উলে গুনার সুলশারের দল।

ওল্ড ট্র্যাফোর্ডে শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে ক্রিস্টাল প্যালেসের কাছে ৩-১ গোলে হেরেছে ম্যানইউ। ক্রিস্টাল প্যালেসের হয়ে জোড়া গোল করেছেন উইলফ্রিড জাহা আর অন্য গোলটি করেছেন অ্যান্ড্রোস টাউনসেন্ড। আর ম্যানইউয়ের হয়ে একমাত্র গোলটি করেন ডনি ভ্যান ডি বেক।

ম্যাচের শুরুতেই গোল হজম করে বসে স্বাগতিকরা। ম্যাচের সপ্তম মিনিটে জেফ্রি স্কাল্পের ক্রস থেকে গোল আদায় করেন অ্যান্ড্রোস টাউনসেন্ড। ২২তম মিনিটে ইউনাইটেড আক্রমণ করলেও পল পগবার শট জাল ‍খুঁজে পায়নি। এরপর স্কট ম্যাকটোমিনের প্রচেষ্টা, ব্রুনো ফের্নান্দেসের কর্নারে হ্যারি মাগুইয়ারের হেডও সমতায় ফেরাতে পারেনি ইউনাইটেডকে।

ম্যাচের ৭৪তম মিনিটে পেনাল্টি থেকে গোল আদায় করে ব্যবধান দ্বিগুণ করেন জাহা। ৮০তম মিনিটে অবশ্য ব্যবধান কমান আয়াক্স থেকে ইউনাইটেডে যোগ দেওয়া ডাচ মিডফিল্ডার ডনি ভ্যান ডি বেক। ডি-বক্সে বল পেয়ে গোল আদায় করতে ভুল করেননি ডি বেক।

ডি বেক ব্যবধান কমালেও পাঁচ মিনিট পরই স্কোরলাইন ৩-১ করেন জাহা। ডান পায়ের বুদ্ধিদ্বীপ্ত শটে গোল আদায় করেন তিনি। শেষ পর্যন্ত আর কোন গোল না হওয়ায় ৩-১ ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

নতুন মৌসুমের শুরুতে চ্যাম্পিয়ন বায়ার্নের গোল উৎসব

নতুন মৌসুমের শুরুতে চ্যাম্পিয়ন বায়ার্নের গোল উৎসব

সরে দাঁড়ানোর ৬ দিন পর সংবাদ সম্মেলনে বাদল রায়

সরে দাঁড়ানোর ৬ দিন পর সংবাদ সম্মেলনে বাদল রায়

৪১ বছরের অপেক্ষার অবসান ঘটালো সেন্ট এতিয়েন

৪১ বছরের অপেক্ষার অবসান ঘটালো সেন্ট এতিয়েন

হিগুয়েইনকে বাদ দিতে জুভেন্টাসের ক্ষতি ১৮.৩ মিলিয়ন ইউরো

হিগুয়েইনকে বাদ দিতে জুভেন্টাসের ক্ষতি ১৮.৩ মিলিয়ন ইউরো