করোনায় প্রাণ হারালেন স্বাধীন বাংলা দলের ফুটবলার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫৫ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২০
করোনায় প্রাণ হারালেন স্বাধীন বাংলা দলের ফুটবলার

প্রাণঘাতী করোনার কবলে পড়ে হারাতে হয়েছে শত শত মানুষের জীবন। করোনার কবলে পড়ে জীবনাবসান, ক্রীড়াঙ্গনে এর সংখ্যাটাও নেহাত কম নয়। সময় যত গড়িয়েছে সংখ্যাটা ততই বেড়েছে। এবার সে তালিকায় যুক্ত হলেন বাংলাদেশের স্বাধীন বাংলা দলের সাবেক স্ট্রাইকার নওশেরুজ্জামানের নাম।

চলতি মাসের প্রথম সপ্তাহে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন নওশেরুজ্জামান। শুধু নওশেরুজ্জামানই নয়, তার সাথে আক্রান্ত হয়েছিলেন তার স্ত্রীও। বাড়িতে চিকিৎসা নিয়ে তার স্ত্রী সুস্থ হলেও সুস্থ হয়ে ওঠা উঠেনি তার। বাসায় থেকে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করানো হয়ীেছল তাকে।

হাসপাতালে ভর্তি করোনার পর তার চিকিৎিসার দায়িত্ব নিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাতেও বাড়ি ফেরা হলো না তার। করোনার কাছে অবেশেষে হার মানতেই হলো সাবেক এই স্ট্রাইকারকে। প্রায় দুই সপ্তাহ করোনার সাথে যুদ্ধ করে সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

একেবারে তরুণ বয়সে স্বাধীন বাংলা ফুটবল দলে যোগ দিয়েছিলেন তিনি। দীর্ঘদিন মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়েও খেলেছেন তিনি। সত্তরের দশকে ঢাকার ফুটবলের অন্যতম তারকা ছিলেন তিনি। শুধু ফুটবলই নয়, খেলেছেন ক্রিকেটও। মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে ওপেন করতেন তিনি।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বাফুফের নির্বাচন : সালাউদ্দিনের ৩৬ দফার ইশতেহার

বাফুফের নির্বাচন : সালাউদ্দিনের ৩৬ দফার ইশতেহার

ঘরের মাঠে হোঁচট খেল ম্যানচেস্টার ইউনাইটেড

ঘরের মাঠে হোঁচট খেল ম্যানচেস্টার ইউনাইটেড

গাম্পের ট্রফি জিতল বার্সেলোনা

গাম্পের ট্রফি জিতল বার্সেলোনা

মেসিকে নিয়ে মুখ খুললেন গার্দিওলা

মেসিকে নিয়ে মুখ খুললেন গার্দিওলা