এমবাপের জোড়া গোলে পিএসজির বড় জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:২২ এএম, ১৮ অক্টোবর ২০২০
এমবাপের জোড়া গোলে পিএসজির বড় জয়

কিলিয়ান এমবাপের জোড়া গোলে লিগ ওয়ানে ১০ জনের নাইমসকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। এর ফলে গোল ব্যবধানে রেনেকে পিছনে ফেলে ৭ ম্যাচ শেষে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ওঠে গেছে প্যারিসের জায়ান্টরা।

স্তাদে ডি কস্টিয়ারেসে ম্যাচের ৩২ মিনিটে ফরাসী তারকা এমবাপে গোল করে দলকে এগিয়ে দেন। ১২ মিনিটে সেন্টার-ব্যাক লোয়িক লান্দ্রে লাল কার্ড দেখে মাঠ ত্যাগ করলে বাকি সময়টা ১০ জন নিয়েই পিএসজিকে আটকাতে হয়েছে স্বাগতিকদের।

প্রতিডক্ষের দলে ১০ জনের সুযোগে ৮৩ মিনিটে এমবাপে আরও একটি গোল করেন। এর আগে ৭৭ মিনিটে আলেহান্দ্রো ফ্লোরেঞ্জি পিএসজি ব্যবধান দ্বিগুণ করেন। ম্যাচ শেষের দুই মিনিট আগে পাবলো সারাবিয়া চতুর্থ গোলটি করলে টানা পাঁচ ম্যাচে জয় তুলে নেয় থমাস টাচেলের শিষ্যরা।

নতুন চুক্তিভুক্ত মোয়েস কিন এবং রাফিনহার পিএসজির হয়ে অভিষেক হয়েছে। আন্তর্জাতিক বিরতির কারণে বেশ কয়েকজন খেলোয়াড় অবশ্য মূল দলে অনুপস্থিত ছিলেন। আর মাত্র চারদিন পর চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচ খেলতে ম্যানচেস্টার ইউনাইটেড সফরে যাবে পিএসজি।

এদিকে ব্রাজিলের হয়ে পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে হ্যাটট্রিক করা নেইমার দলে ছিলেন না। তবে জাগ্রেবে নেশনস লিগে সপ্তাহের মাঝামাঝিতে ক্রোয়েশিয়ার বিপক্ষে ফ্রান্সের জয়ে জয়সূচক গোল করার তিনদিন পর এমবাপে টানা দ্বিতীয় ম্যাচে গোল পেলেন।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

জুভেন্টাসের ক্ষতি ৮৯.৭ মিলিয়ন ইউরো

জুভেন্টাসের ক্ষতি ৮৯.৭ মিলিয়ন ইউরো

অপরাজিত থেকেও শীর্ষস্থান হারালো ইতালি

অপরাজিত থেকেও শীর্ষস্থান হারালো ইতালি

করোনা আক্রান্ত জুভেন্টাসের মিডফিল্ডার, কোয়ারেন্টিনে পুরো দল

করোনা আক্রান্ত জুভেন্টাসের মিডফিল্ডার, কোয়ারেন্টিনে পুরো দল

রোনালদোকে ছাড়াই সুইডেনকে বিধ্বস্ত করলো পর্তুগাল

রোনালদোকে ছাড়াই সুইডেনকে বিধ্বস্ত করলো পর্তুগাল