ইন্টার মিলানকে হারিয়ে রিয়াল মাদ্রিদের প্রথম জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৩০ এএম, ০৫ নভেম্বর ২০২০
ইন্টার মিলানকে হারিয়ে রিয়াল মাদ্রিদের প্রথম জয়

ছবি : রিয়াল মাদ্রিদ

চ্যাম্পিয়ন্স লিগে জয়ের দেখা পেল রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ এস্তাদিও আলফ্রেডো ডি স্টিফানোতে ইন্টার মিলানকে ৩-২ গোলে পরাজিত করেছে রিয়াল। ১৯ বছর বয়সী ব্রাজিলিয়ান অ্যাটাকার রড্রিগোর হাত ধরে এ জয় এসেছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) গ্রুপ-‘বি’তে দুই ম্যাচ পর প্রথমবারের মতো তিন পয়েন্ট সংগ্রহ করল রিয়াল মাদ্রিদ। বদলি বেঞ্চ থেকে ওঠে এসে ৮০ মিনিটে রড্রিগো জয়সূচক গোলটি করেন। এর আগে দুই গোলে পিছিয়ে থেকেও ইন্টার দারুণভাবে দুই গোল পরিশোধ করে লড়াইয়ে ফিরে এসেছিল।

করিম বেনজেমা ও সার্জিও রামোসের গোলে ৩৩ মিনিটে রিয়াল মাদ্রিদ ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল। তবে লটারো মার্টিনেজ ও ইভান পেরিসিচের দুই অর্ধের দুই গোলে সফরকারীরা সমতায় ফিরে। ৩৩ মিনিটে রামোসের গোলটি ছিল রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে অভিজ্ঞ এ ডিফেন্ডারের শততম গোল।

তবে সবাইকে ছাড়িয়ে ম্যাচ জয়ের নায়ক হিসেবে শেষ পর্যন্ত মাঠ ছেড়েছে তরুণ রড্রিগো। তার গোলেই জিনেদিন জিদানের দল এবারের মৌসুমে প্রথম জয়ের স্বাদ পেয়েছে। অন্যদিকে তিন ম্যাচে জয়বিহীন ইন্টার মাত্র ২ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে।
sportsmail24
শেষ ষোলর অবস্থান নিশ্চিত করতে ইন্টারের সামনে এখন পাহাড় সমান বাঁধা। প্রথম দুই ম্যাচে বরুশিয়া মনচেনগ্ল্যাডবাচ ও শাখতার দোনেৎস্কের বিপক্ষে জয় পায়নি রিয়াল মাদ্রিদ। ইন্টারও প্রথম দুই ম্যাচ থেকে মাত্র দুই পয়েন্ট অর্জন করেছিল।

একই গ্রুপে দিনের আরেক ম্যাচে শাখতারকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে তিন ম্যাচে ৫ পয়েন্টসহ টেবিলের শীর্ষে অবস্থান করছে জার্মান ক্লাব মনচেনগ্ল্যাডবাখ। কিয়েভের মাঠে অনুষ্ঠিত ম্যাচটিতে হ্যাটট্রিক করেছেন ফরাসী অ্যাটাকার অ্যালাসানে প্লি।

জয়ের পর রিয়াল কোচ জিদান বলেছেন, ‘এ তিন পয়েন্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। লড়াইয়ে টিকে থাকতে হলে আমাদের জয়ী হতেই হতো। দারুণ দক্ষতায় আমরা এ জয় নিশ্চিত করেছি। প্রতিপক্ষ বেশ কঠিন ছিল। যে কারণে ম্যাচটাও কঠিন হয়ে উঠেছিল।’

অন্যদিকে মার্টিনেজ বলেছেন, ‘এরপরেও আমাদের মাথা তুলেই থাকতে হবে এবং পরিশ্রম চালিয়ে যেতে হবে। এ ধরনের ম্যাচে খুব কম সংখ্যক ভুলই হয়। আমরা জানি এ প্রতিযোগিতাটি কতটা কঠিন। আমরা ভালো খেলেছি, তবে সবসময়ই ছোট ছোট কিছু ভুল করেছি। যেটা এ ধরনের ম্যাচে কাটিয়ে ওঠা কঠিন হয়ে যায়।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ম্যারাডোনার মস্তিষ্কে সফল অস্ত্রোপচার

ম্যারাডোনার মস্তিষ্কে সফল অস্ত্রোপচার

জোতার হ্যাটট্রিক, গোল উৎসবে লিভারপুল

জোতার হ্যাটট্রিক, গোল উৎসবে লিভারপুল

ঘরের মাঠে আর্সেনালের কাছে ধরা ইউনাইটেড

ঘরের মাঠে আর্সেনালের কাছে ধরা ইউনাইটেড

ফিরেই রোনালদোর জোড়া গোল, জুভেন্টাসের দুর্দান্ত জয়

ফিরেই রোনালদোর জোড়া গোল, জুভেন্টাসের দুর্দান্ত জয়