ম্যারাডোনার মস্তিষ্কে সফল অস্ত্রোপচার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:০৮ এএম, ০৫ নভেম্বর ২০২০
ম্যারাডোনার মস্তিষ্কে সফল অস্ত্রোপচার

ম্যারাডোনাকে হাসপাতালে নেওয়া পথে, ছবি : ইপিএ

হাতপাতালে ভর্তি দিয়েগো ম্যারাডোনার মস্তিষ্কে রক্তক্ষরণ ধরা পড়ায় দ্রুত অস্ত্রোপচার করা হয়েছে। আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মস্তিষ্কে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। ম্যারাডোনার ব্যক্তিগত চিকিৎসক লিওপোলদো লুক বিসিবিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মানসিক চাপ ও অবসাদের কারণে গত সোমবার (২ নভেম্বর) ম্যারাডোনাকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমিকভাবে তার অবস্থা ভালো জানানো হলেও মঙ্গলবার (৩ নভেম্বর) ম্যারাডোনার মস্তিষ্কে রক্তক্ষরণ ধরা পরে।

ম্যারাডোনার মস্তিস্কের বাঁ দিকে রক্ত জমাট বেঁধেছে বলে বুঝতে পারেন চিকিৎসকরা।। ফলে মঙ্গলবার রাতেই তার সার্জারি করা হয়। এ জন্য ইপেন্সা সানাতোরিয়াম হাসপাতাল থেকে আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দেওয়া তারকা ম্যারাডোনাকে আরেকটি ক্লিনিকে স্থানান্তর করা হয়।

ব্যক্তিগত চিকিৎসক লিওপোলদো লুক বলেছেন, ‘তার (ম্যারাডোনা) অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি এখন পর্যবেক্ষণে রয়েছেন এবং সবকিছুই নিয়ন্ত্রণে রয়েছে।’

গত শুক্রবার ৬০তম জন্মদিন পালন করেছেন ম্যারাডোনা। সেদিন ক্লাবের প্রশিক্ষণ মাঠে খেলোয়াড়দের সঙ্গেও ছিলেন তিনি। তবে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ম্যারাডোনাকে রেখে দিল জিমনেসিয়া

ম্যারাডোনাকে রেখে দিল জিমনেসিয়া

চড়া দামে বিক্রি হলো ম্যারাডোনার জার্সি

চড়া দামে বিক্রি হলো ম্যারাডোনার জার্সি

সবধরনের ক্রিকেটকে বিদায় বললেন ওয়াটসন

সবধরনের ক্রিকেটকে বিদায় বললেন ওয়াটসন

বার্সেলোনা ফেরার সম্ভাবনা উড়িয়ে দিলেন গার্দিওলা

বার্সেলোনা ফেরার সম্ভাবনা উড়িয়ে দিলেন গার্দিওলা