জোতার হ্যাটট্রিক, গোল উৎসবে লিভারপুল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫৭ এএম, ০৫ নভেম্বর ২০২০
জোতার হ্যাটট্রিক, গোল উৎসবে লিভারপুল

দিয়োগো জোতার হ্যাটট্রিক গোলে আতালান্তাকে তাদের মাঠে গোল উৎসবে মেতেছিল লিভারপুল। ইংলিশ চ্যাম্পিয়নদের ফরোয়ার্ডরা অপ্রতিরোধ্য হয়ে উঠে আতালান্তার জালে বল জড়িয়েছেন পাঁচবার। জোতার হ্যাটট্রিক ছাড়াও গোল পেয়েছেন মোহামেদ সালাহ ও সাদিও মানে।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে আতালান্তাকে ৫-০ গোলে হারিয়ে টানা তৃতীয় জয়ে ‘ডি’ গ্রুপ থেকে পরের রাউন্ডের দৌড়ে এগিয়ে গেছে লিভারপুল। ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা।

ম্যাচের ১৬তম মিনিটেই এগিয়ে যায় লিভারপুল। ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের কাছ থেকে বল পেয়ে প্রতিপক্ষের ডিফেন্ডারকে এড়িয়ে জাল খুঁজে নেন তরুণ পর্তুগিজ ফরোয়ার্ড জোতা। ৩৩তম মিনিটে জোতাই ব্যবধান দ্বিগুণ করেন।
sportsmail24
মাঝমাঠ থেকে জো গোমেজের দেওয়া বল রিসিভ করেই দুর্দান্ত ফিনিশিংয়ে পোস্ট ঘেঁষে ঠিকানা খুঁজে নেন তিনি। ২-০ গোলের ব্যবধান নিয়ে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৭তম মিনিটে কর্নার কিক থেকে মাঝমাঠে বল পেয়ে দ্রুত এগিয়ে গিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন মিশরের ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। তার দুই মিনিট পর গোলের ব্যবধান ৪-০ করেন মানে। আর ৫৪তম মিনিটে নিজের হ্যাটট্রিক গোল পূরণ করেন জোতা।

এরপর অবশ্য ৬১তম মিনিটে ব্যবধান কমানো সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি আতালান্তা। বাকি-সময় আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা চললেও আর কোন গোল হয়নি। ফলে ৫-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ফুটবলারদের ফিটনেসে ঘাটতি দেখছেন জামাল ভূঁইয়া

ফুটবলারদের ফিটনেসে ঘাটতি দেখছেন জামাল ভূঁইয়া

ঘরের মাঠে আর্সেনালের কাছে ধরা ইউনাইটেড

ঘরের মাঠে আর্সেনালের কাছে ধরা ইউনাইটেড

ফিরেই রোনালদোর জোড়া গোল, জুভেন্টাসের দুর্দান্ত জয়

ফিরেই রোনালদোর জোড়া গোল, জুভেন্টাসের দুর্দান্ত জয়

চার গোলের জয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ

চার গোলের জয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ