ইউরোপে গোল করে ইতহাস গড়লেন ভারতের বালা দেবী

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২৮ এএম, ১০ ডিসেম্বর ২০২০
ইউরোপে গোল করে ইতহাস গড়লেন ভারতের বালা দেবী

ইউরোপীয়ান পেশাদার লিগে প্রথম ভারতীয় নারী ফুটবলার হিসেবে গোল করে ইতিহাস সৃষ্টি করেছেন বালা দেবী। স্কটিশ নারী প্রিমিয়ার লিগের ক্লাব রেঞ্চার্স এফসির হয়ে মাথারওয়েলের বিপক্ষে গোল করে এ কৃতিত্ব অর্জন করেছেন তিনি।

ম্যাচটিতে রেঞ্জার্স ৯-০ গোলের বিশাল ব্যবধানে জয়ী হয়েছে। নিজে এক গোল করা ছাড়াও একটি পেনাল্টি অর্জনে দলকে সহযোগিতা করেছেন ভারতের মনিপুরের ৩০ বছর বয়সী এ ফরোয়ার্ড।

চলতি বছর জানুয়ারিতে তিনি রেঞ্জার্সে যোগ দিয়ে প্রথম ভারতীয় নারী ফুটবলার হিসেবে বিদেশি কোন দলের পেশাদার লিগে খেলার যোগ্যতা অর্জন করেন বালা দেবী।

ম্যাচের ৮৫ মিনিটে মধ্যমাঠ থেকে একটি থ্রু বল রিসিভ করে স্কোরশিটে নাম লেখান বালা দেবী। এর আগে ৬৮ মিনিটে বদলী হিসেবে খেলতে নেমে দলকে একটি পেনাল্টি উপহার দেন।
sportsmail24
২০১৯ সালে বালা দেবী ক্যারিয়ারের সবচেয়ে সফল মৌসুম কাটিয়েছেন। ভারতীয় নারী লিগে মনিপুর পুলিশের হয়ে ৭ ম্যাচে করেছিলেন ২৬ গোল। সেই সুবাদে মূলত তিনি স্কটল্যান্ডে খেলার আমন্ত্রণ পান।

ভারতীয় জাতীয় দলের অভিজ্ঞ এ খেলোয়াড় ২০১০, ২০১৪ ও ২০১৬ সালে তিনটি সাফ চ্যাম্পিয়শীপ শিরোপা জিতেছে। জাতীয় দলের সাবেক এ অধিনায়ক ২০১৪ ও ২০১৫ সালে এআইএফএফ বর্ষসেরা নারী খেলোয়াড়ের পুরস্কার জয় করেছেন।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

কোহলিদের বিপক্ষে রেকর্ড ভেঙে রেকর্ড গড়ছে অস্ট্রেলিয়া

কোহলিদের বিপক্ষে রেকর্ড ভেঙে রেকর্ড গড়ছে অস্ট্রেলিয়া

ভারতীয় কোম্পানির বিরুদ্ধে অস্ট্রেলিয়া ক্রিকেট মাঠে প্রতিবাদ

ভারতীয় কোম্পানির বিরুদ্ধে অস্ট্রেলিয়া ক্রিকেট মাঠে প্রতিবাদ

‌‘কোহলিকে ছাড়া চাপে থাকবে ভারত’

‌‘কোহলিকে ছাড়া চাপে থাকবে ভারত’

ফিঞ্চ-স্মিথের সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার রান পাহাড়

ফিঞ্চ-স্মিথের সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার রান পাহাড়