শেষ ১২ মিনিটে পিএসজির ম্যাজিক, স্ট্রাসবার্গের বিপক্ষে বড় জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২৮ এএম, ২৫ ডিসেম্বর ২০২০
শেষ ১২ মিনিটে পিএসজির ম্যাজিক, স্ট্রাসবার্গের বিপক্ষে বড় জয়

বড়দিনের ছুটির আগে দুর্দান্ত এক জয় পেল পিএসজি। পুরো ম্যাচে দাপুটে খেলে স্ট্রাসবার্গকে ৪-০ উড়িয়ে দিয়েছে টমাস টুখেলের শিষ্যরা। যার মাঝে ম্যাচের শেষ দিকের ১২ মিনিটেই করেছে ৩ গোল।

বুধবার (২৩ ডিসেম্বর) রাতে ঘরের মাঠে লিগ ওয়ানের ম্যাচে এ জয় পেয়েছে তারা। ম্যাচে তিমোথি পেমবেলে, কিলিয়ান এমবাপে, ইদ্রিসা গেয়ি ও মোইজে কিন প্রত্যেকে একটি করে গোল করেছেন।

খেলার শুরু থেকে স্ট্রাসবার্গের বিপক্ষে চাপ তৈরি করে খেলে চ্যাম্পিয়নরা। একচেটিয়া আধিপত্য বিজার করে খেলা দলটি ১৮তম মিনিটেই গোলে দেখা পেয়ে যায়। দি মারিয়ার শট গোলরক্ষক ফিরিয়ে দিলেও ফাঁকা জালে বল পাঠিয়ে দেন ফরাসি ডিফেন্ডার পেমবেলে।

প্রথমার্ধের বাকি সময়ে বেশ কিছু সুযোগ পেলেও আর গোর হয়নি। ফলে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় পিএসজি। বিরতি থেকে ফিলে দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারাবাহিকতা ধরে রাখে পিএসজি। তবে গোলে দেখা পাচ্ছিল না কোনভাবেই।

ম্যাচের ৭৯তম মিনিটে দি মারিয়ার পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে। ব্যবধান দ্বিগুণ করার পরই পাল্টে যায় সবকিছু। মাত্র ১২ মিনিটের মাঝে আরও দুই গোল আদায় করে নেয পিএসজি।

৮৮তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে গোল করেন গেয়ি। আর যোগ করা সময়ে (৯০+১) জালের দেখা পান কিন। ফলে সময় শেষে ৪-০ গোলের বড় ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।

এ জয়ে ১৭ ম্যাচে ৩৫ পয়েন্ট (১১ জয় ও দুই ড্র) নিয়ে আগের মতো তিন নম্বরেই রয়েছে পিএসজি। অন্যদিকে সমান ম্যাচে মাত্র ১৪ পয়েন্ট নিয়ে লিগের ১৭তম স্থানে রয়েছে স্ট্রাসবার্গ।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

নিষিদ্ধ ঔষধ সেবনের দায়ে মালির দুই খেলোয়াড় অভিযুক্ত

নিষিদ্ধ ঔষধ সেবনের দায়ে মালির দুই খেলোয়াড় অভিযুক্ত

ঘরে মাঠে দুর্বল ফিওরেন্টিনার কাছে বিধ্বস্ত জুভেন্টাস

ঘরে মাঠে দুর্বল ফিওরেন্টিনার কাছে বিধ্বস্ত জুভেন্টাস

মেসির সপ্তম পিচিচি জয়, সেরা খেলোয়াড় বেনজেমা

মেসির সপ্তম পিচিচি জয়, সেরা খেলোয়াড় বেনজেমা

‘ঝামেলা’ কাটিয়ে বার্সায় উপভোগ করছেন মেসি

‘ঝামেলা’ কাটিয়ে বার্সায় উপভোগ করছেন মেসি