অবসরের পাঁচ বছর পর জাতীয় দলে ইব্রাহিমোভিচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৪৮ এএম, ১৮ মার্চ ২০২১
অবসরের পাঁচ বছর পর জাতীয় দলে ইব্রাহিমোভিচ

অবসরের ৫ বছর পর আবারও জাতীয় ফুটবল দলে ডাক পেলেন সুইডেনের সর্বোচ্চ গোলদাতা জ্লাতান ইব্রাহিমোভিচ। সুইডেনের কোচ জ্যান অ্যান্ডারসন ঘোষিত দলে জায়গা পেয়েছেন তিনি। এখন ২৬ মার্চ জর্জিয়া এবং ২৯ মার্চ কসোভোর বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্ব এবং ৩১ মার্চ এস্তোনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে ইব্রাকে আবারও জাতীয় দলের দেখা যাবে।

২০১৬ সালে ইউরোতে সুইডেন গ্রুপ পর্ব থেকে বিদায় নিলে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন ইব্রাহিমোভিচ। তবে গত বছরের নভেম্বরে স্থানীয় সংবাদমাধ্যমে আবারও জাতীয় দলে খেলার ইচ্ছা প্রকাশ করেন ৩৯ বছর বয়সী এ স্ট্রাইকার।

জাতীয় দলে ফেরার ঘোষণা দেওয়ায় সুইডেন ফুটবল ফেডারেশনও সাড়া দেয়। ইতালিয়ান ক্লাব এসি মিলানের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করা ইব্রাহিমোভিচকে আবারও জাতীয় দলে ফেরানো হলো। দলে ফিরতে পেরে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ইব্রাহিমোভিচ লিখেন, ‘রিটার্ন অব গড’।

ইব্রাহিমোভিচকে দলে ফেরানোর বিষয়ে কোচ অ্যান্ডারসন বলেছেন, ‘সবচেয়ে বড় কথা, সে খুব ভালো ফুটবলার। সুইডেনের সেরা খেলোয়াড়। মাঠে সে অবদান রাখতে পারবে। দলের অন্য খেলোয়াড়দেরও তার অভিজ্ঞতা কাজে লাগবে।’

দেশের হয়ে এখন পর্যন্ত ১১২ ম্যাচে ৬২ গোল করেছেন ইব্রাহিমোভিচ। চলতি মৌসুমে এসি মিলানের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২১ ম্যাচে ১৬টি গোল করেছেন তিনি।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বিতন্ডায় জড়িয়ে নিষিদ্ধ হলেন লুকাকু-ইব্রাহিমোভিচ

বিতন্ডায় জড়িয়ে নিষিদ্ধ হলেন লুকাকু-ইব্রাহিমোভিচ

এসি মিলানেই থেকে গেলেন ইব্রাহিমোভিচ

এসি মিলানেই থেকে গেলেন ইব্রাহিমোভিচ

রোনালদোকে পেলের অভিনন্দন

রোনালদোকে পেলের অভিনন্দন

জমে উঠেছে ব্যালন ডি’অর জয়ের লড়াই

জমে উঠেছে ব্যালন ডি’অর জয়ের লড়াই