আর্জেন্টিনার কোপা শিরোপা বাংলাদেশকে ‘উৎসর্গ’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৩০ এএম, ১৬ জুলাই ২০২১
আর্জেন্টিনার কোপা শিরোপা বাংলাদেশকে ‘উৎসর্গ’

কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনাকে সমর্থন এবং জয়ের পর বাংলাদেশিদের উল্লাস দেখে বেশ উল্লসিত হয়েছেন সাবেক আর্জেন্টাইন কাপ্তান হুয়ান পাবলো সোরিন। আর এ কারণেই আর্জেন্টিনার কোপা আমেরিকার শিরোপা বাংলাদেশিদের উদ্দেশে ‘উৎসর্গ’ করেছেন তিনি।

রোববার (১১ জুলাই) ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে স্বাগতিকদের ১-০ গোলে হারিয়ে ২৮ বছরের শিরোপা খরা ঘুচিয়েছে আর্জেন্টিনা। পুরো দেশজুড়ে কঠোর লকডাউনের মধ্যেও আর্জেন্টিনার পতাকা নিয়ে আনন্দ উল্লাস করেছিল সমর্থকরা। এ ঘটনা চোখ এড়ায়নি সোরিনের।

কোপা আমেরিকার জয়ের উল্লাসে মেতে আছে আর্জেন্টিনা। এ সময়ই বাংলাদেশকে স্মরণ করেছেন আর্জেন্টিনার ২০০৬ বিশ্বকাপ দলের অধিনায়ক পাবলো সোরিন।

কোপার জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন সোরিন। সেখানে বাংলাদেশিদের উল্লাসের ভিডিও যুক্ত করেছেন। সেখানে তার প্রতি বাংলাদেশিদের সমর্থনের কথা স্মরণ করেছে। সে সঙ্গে কোপার শিরোপা বাংলাদেশি সমর্থকদেরকেও ‘উৎসর্গ’ করেছেন সোরিন।

নিজের ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে সোরিন বলেছেন, ‘২৬ বছর আগে ১৯৯৫ সালে ব্রাজিলের বিপক্ষে কাতারে খেলছিলাম। সেখানে ওই ম্যাচে গ্যালারিতে অনেকেই আর্জেন্টিনার পতাকা নিয়ে এসেছিল। ওই সময় খেয়াল করে দেখেছি ছোট করে বাংলাদেশ লেখা। ওরা আমাদেরকে নেচে গেয়ে সমর্থন দিয়েছিল।’

বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে সোরিন বলেন, ‘বাংলাদেশকে আমি ধন্যবাদ এবং সম্মান জানাই। পৃথিবীর অন্য প্রান্তের দেশ হয়েও আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ে উদযাপন করছেন।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]

 


শেয়ার করুন :


আরও পড়ুন

পিএসজিতে ইউরো জয়ী ডোনারুমা

পিএসজিতে ইউরো জয়ী ডোনারুমা

অলিম্পিকে নিজেদের প্রথম ম্যাচেই মুখোমুখি ব্রাজিল-জার্মানি

অলিম্পিকে নিজেদের প্রথম ম্যাচেই মুখোমুখি ব্রাজিল-জার্মানি

ইউরোর সেরা গোলদাতা প্যাট্রিক শিক

ইউরোর সেরা গোলদাতা প্যাট্রিক শিক

প্রাণের ক্লাব, অর্ধেক বেতনেই থাকছেন মেসি

প্রাণের ক্লাব, অর্ধেক বেতনেই থাকছেন মেসি