প্রাণের ক্লাব, অর্ধেক বেতনেই থাকছেন মেসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২২ পিএম, ১৫ জুলাই ২০২১
প্রাণের ক্লাব, অর্ধেক বেতনেই থাকছেন মেসি

অবশেষে খুশির সংবাদ ই পেলো লিওনেল মেসি এবং বার্সেলোনার ভক্তরা। দীর্ঘদিন ধরে বার্সার সাথে মেসির চুক্তি নিয়ে নানা গুঞ্জন ছড়ানো হলেও নতুন করে বার্সেলোনার সাথেই মেসি চুক্তি নবায়ন করতে যাচ্ছেন। বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক একাধিক গণমাধ্যম। আর্থিক অবস্থা খারাপ থাকায় মেসিকে বার্সেলোনা রাখতে পারবে কিনা তা নিয়ে সংশয় ছিল। তবে, মেসি নিজের পারিশ্রমিক অর্ধেক কমিয়ে নিয়েছেন বার্সেলোনার সুবিধার্থে।

আন্তর্জাতিক গণমাধ্যম ইএসপিএন, মার্কা এবং গোল.কম এর তথ্য মতে, মেসির সাথে নতুন করে পাঁচ বছরের চুক্তিতে যাচ্ছে বার্সেলোনা। নতুন এই চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা খুব শীঘ্রই আসছে বলে জানা গিয়েছে। নতুন চুক্তিতে অধিকাংশ ক্ষেত্রেই খেলোয়াড়দের পারিশ্রমিক বাড়লেও মেসি এক নতুন দৃষ্টান্তই স্থাপন করলেন।

নতুন চুক্তির শর্তানুযায়ী, মেসি আগে যে পারিশ্রমিক পেতেন এখন থেকে তার অর্ধেক পাবেন। এই রকম সিদ্ধান্ত নিয়ে প্রাণের ক্লাবের প্রতি তার ভালোবাসার অনন্য নজিরই যেনো স্থাপন করলেন মেসি।

এর আগে গত ৩০ জুন বার্সেলোনার সঙ্গে আগের চার বছরের প্রায় ৬০০ মিলিয়ন ডলারের চুক্তির মেয়াদ শেষ হয় মেসির। এরপরই তিনি পরিণত হন ‘ফ্রি-এজেন্ট’ এ। নিজের ইচ্ছামত যে কোনো ক্লাবেই যোগ দেয়ার ক্ষমতা ছিল তার। একাধিক ক্লাবও আগ্রহ প্রকাশ করেছিল তার ব্যাপারে।

তবে বার্সার প্রেসিডেন্ট লাপোর্তা বারবারই বলে আসছিলেন যে, মেসিকে দলে রাখাই হবে তার মূল চ্যালেঞ্জ। অবশেষে লা-লিগার ফাইনান্সিয়াল ফেয়ার প্লে এর নিয়ম ভঙ্গ না করেই বার্সেলোনাতে মেসিকে রেখে দিতে সক্ষম হয়েছেন তিনি।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 


শেয়ার করুন :


আরও পড়ুন

টোকিও অলিম্পিক ফুটবলের সূচি প্রকাশ, থাকছে ব্রাজিল-আর্জেন্টিনা

টোকিও অলিম্পিক ফুটবলের সূচি প্রকাশ, থাকছে ব্রাজিল-আর্জেন্টিনা

বসুন্ধরা কিংসেই থাকছেন রবসন

বসুন্ধরা কিংসেই থাকছেন রবসন

জামাল-তারিকদের জন্য টিকার উদ্যোগ বাফুফের

জামাল-তারিকদের জন্য টিকার উদ্যোগ বাফুফের

কোপায় করোনা আক্রান্ত ১৭৯, তবুও খুশি ব্রাজিল সরকার

কোপায় করোনা আক্রান্ত ১৭৯, তবুও খুশি ব্রাজিল সরকার