রেকর্ড গড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে সানচো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:১১ এএম, ২৫ জুলাই ২০২১
রেকর্ড গড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে সানচো

ইউরোপের ফুটবলে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল জাদোন সানচোকে নিয়ে। জার্মানির ক্লাব বরুশিয়া ডর্ট্মুন্ড ছেড়ে ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিতে পারেন, এমন গুঞ্জন ছিল। অবশেষে সেই গুঞ্জনই সত্য হলো। রেকর্ড ট্রান্সফার ফি'তে ৫ বছরের চুক্তিতে ম্যানইউ'তে যোগ দিলো মিডফিল্ডার সানচো। চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগও থাকছে। 

এক বিজ্ঞপ্তিতে ডর্টমুন্ড জানিয়েছে, ট্রান্সফার ফি বাবদ ইউনাইটেডকে খরচ করতে হবে সাড়ে আট কোটি ইউরো। ইংলিশ মিডফিল্ডার হিসাবে যা ট্রান্সফার ফির রেকর্ড। সব মিলিয়ে তার চেয়ে বেশি দামি ইংলিশ খেলোয়াড় আছেন একজন, তারই ইউনাইটেড সতীর্থ হ্যারি ম্যাগুইয়ার। 

২০১৭ সালে বরুশিয়াতে যোগ দেন সানচো। ম্যানচেস্টার সিটির বয়স ভিত্তিক দল থেকে সরাসরি সুযোগ পান বরুশিয়ার মূল দলে। বরুশিয়ার হয়ে ১৩৭ ম্যাচে করেছেন ৫০ গোল, করিয়েছেন ৫৭টি। বরুশিয়ার মূল দলে খেলার সুযোগ দেয়ায় ক্লাবটির প্রতি কৃতজ্ঞতা জানাতে ভুলেননি সানচো। 

ম্যানচেস্টার সিটির যুবদল থেকে সরাসরি বরুশিয়াতে গেলেও সানচো চেয়েছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগের কোন ক্লাবেই খেলতে। ম্যান ইউ'র মতো বড় দলে সুযোগ পেয়ে তাই দারুণ খুশি সানচো। 

তিনি বলেন, 'মূল দলে খেলার সুযোগ করে দেওয়ার জন্য আমি সব সময় ডর্টমুন্ডের প্রতি কৃতজ্ঞ। যদিও আমি জানতাম, একদিন ইংল্যান্ডে ফিরব। ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার সুযোগের স্বপ্ন সত্যি হলো এবং প্রিমিয়ার লিগে পারফর্ম করার জন্য আমার তর সইছে না।' 

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 


শেয়ার করুন :


আরও পড়ুন

শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন, পেছালো ফুটবল লিগ

শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন, পেছালো ফুটবল লিগ

সাফের আয়োজন থেকে সরে আসলো বাংলাদেশ

সাফের আয়োজন থেকে সরে আসলো বাংলাদেশ

করোনা আক্রান্ত রিয়াল তারকা বেনজেমা

করোনা আক্রান্ত রিয়াল তারকা বেনজেমা

কিংসের ফুটবলারদের ‘পারফরম্যান্সে’ খুশি নন সালাউদ্দিন

কিংসের ফুটবলারদের ‘পারফরম্যান্সে’ খুশি নন সালাউদ্দিন