তৃতীয়বারের মতো ডাচ ফুটবলের দায়িত্বে লুই ভান হাল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:২৩ এএম, ০৫ আগস্ট ২০২১
তৃতীয়বারের মতো ডাচ ফুটবলের দায়িত্বে লুই ভান হাল

তৃতীয়বারের মতো নেদারল্যান্ডস জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব নিলেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড বস লুই ভ্যান হাল। ২০২২ কাতার বিশ্বকাপ পর্যন্ত নেদারল্যান্ডস জাতীয় দলের দায়িত্বে থাকবেন তিনি।

ফ্রাঙ্ক ডি বোয়ের স্থলাভিষিক্ত হয়েছেন ভান হাল। সর্বশেষ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে শেষ ১৬ তে চেক রিপাবলিকের কাছে হেরে বিদায় নেয় নেদারল্যান্ডস। ইউরো চ্যাম্পিয়নশিপে ব্যর্থতার দায়ভার নিয়ে সরে যান বোয়ের।

চলতি মেয়াদের আগেও দুইবার নেদারল্যান্ডস জাতীয় দলকে কোচিং করিয়েছিলেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড বস। প্রথম মেয়াদে ডাচ ফুটবলের দায়িত্বে ছিলেন ২০০০ থেকে ২০০১ সাল পর্যন্ত। এরপর দায়িত্ব পালন করেছিলেন ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত। দ্বিতীয় মেয়াদে তার কোচিংয়েই নেদারল্যান্ডস বিশ্বকাপের তৃতীয় স্থান পেয়েছিলো।

২০১৪ ব্রাজিল বিশ্বকাপের পর ম্যানচেষ্টার ইউনাইটেডের দায়িত্ব নেন লুই ভ্যান হাল। সেখানে সাফল্য না পেলেও কোচিং ক্যারিয়ারে অন্যসব ক্লাবের হয়ে বেশ সফল ছিলেন তিনি।

ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়াও আয়াক্স, বার্সেলোনা এবং বায়ার্ণ মিউনিখের মতো ক্লাবকেও কোচিং করিয়েছেন এ ডাচ কোচ। লিগ শিরোপার পাশাপাশি উয়েফা চ্যাম্পিয়নস লিগ শিরোপাও জিতেছেন তিনি।

নেদারল্যান্ডস জাতীয় দলের দায়িত্ব নিয়ে লুই ভান হাল বলেন, ‘নেদারল্যান্ডস জাতীয় দলের দায়িত্ব নিতে পেরে আমি বেশ খুশি। ডাচ ফুটবল সব সময় আমার হৃদয়ের সবচেয়ে কাছে থাকে।’

কিছুদিনের মধ্যে ২০২২ কাতার বিশ্বকাপের জন্য ইউরোপিয়ান অঞ্চলের বাছাই পর্বে মুখোমুখি হবে ইউরোপের দেশগুলো। এ বিষয়ে তিনি বলেন, ‘বাছাই পর্বের ম্যাচের জন্য আমাদের হাতে একদমই সময় নেই। বিশ্বকাপ প্রস্তুতির জন্য বাছাই পর্বের ম্যাচগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। ফুটবলারদের কাছ থেকে আমি শতভাগ নেওয়ার চেষ্টা করবো।’

তৃতীয় বারের মতো জাতীয় দলের দায়িত্ব নিয়ে ভ্যান হাল বলেন, ‘ফিরে এসে আমার বেশ ভালো লাগছে। আমি ইতিমধ্যে ফুটবলার এবং স্টাফদের সাথে কথা বলেছি। আমরা একসাথে কাজ করার জন্য মুখিয়ে আছি।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

দুর্নীতির দায়ে নিষিদ্ধ ফিফার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি

দুর্নীতির দায়ে নিষিদ্ধ ফিফার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি

অলিম্পিক ফাইনালে শক্তিশালী প্রতিপক্ষ পেল ব্রাজিল

অলিম্পিক ফাইনালে শক্তিশালী প্রতিপক্ষ পেল ব্রাজিল

ইসরায়েলের মাঠে মুসলিম ফুটবলার হাকিমিকে দুয়োধ্বনি

ইসরায়েলের মাঠে মুসলিম ফুটবলার হাকিমিকে দুয়োধ্বনি

ডুরান্ড কাপে আমন্ত্রণ পেল বাংলাদেশের দুই ক্লাব

ডুরান্ড কাপে আমন্ত্রণ পেল বাংলাদেশের দুই ক্লাব