ফার্নান্দেসের হ্যাটট্রিক, ইউনাইটেডের উড়ন্ত সূচনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০৯ পিএম, ১৫ আগস্ট ২০২১
ফার্নান্দেসের হ্যাটট্রিক, ইউনাইটেডের উড়ন্ত সূচনা

ব্রুনো ফার্নান্দেসের হ্যাটট্রিক এবং পল পগবার দুর্দান্ত পারফর্মেন্স, এ দুইয়ের সমন্বয়ে মৌসুমের প্রথম ম্যাচেই লিডস ইউনাইটেডকে গোল বন্যায় ভাসিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। মৌসুমের শুরুর ম্যাচেই লিডসের বিপক্ষে ৫-০ গোলের জয় পেয়েছে রেড ডেভিলরা। দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন পর্তুগিজ স্ট্রাইকার ব্রুনো ফার্নান্দেস এবং ইউনাইটেডের পাঁচ গোলের মধ্যে চার গোলেই অবদান রেখেছেন ফরাসি মিডফিল্ডার পল পগবা।

শনিবার (১৪ আগস্ট) ওল্ড ট্রাফোর্ডে প্রিমিয়ার লিগের নিজেদের প্রথম ম্যাচেই লিডস ইউনাইটেডকে আতিথ্য দেয় ম্যানইউ। রেকর্ড ১৯তম বারের মতো জয় দিয়ে প্রিমিয়ার শুরু করে ম্যানচেস্টার ইউনাইটেড। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ বার প্রথম ম্যাচে জয় পেয়েছে চেলসি।

ওল্ড ট্রাফোর্ডে ইউনাইটেডের হয়ে ব্রুনো ফার্নান্দেস, ম্যাসন গ্রিনউড এবং ফ্রেড লিডসের জালে বল জড়ান। অপরদিকে লিডসে হয়ে একমাত্র গোলটি করেন ডিফেন্ডার লুক আইলিং।

প্রথমার্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ভালোই লড়াই করেছিল লিডস। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে সমতায় ফিরলেও ওলে গানার সোলসারের দলের আক্রমণের কাছে হার মানে লিডস।

ম্যাচের ৩০তম মিনিটে মাঝ মাঠ থেকে ব্রুনো ফার্নান্দেসের কাছে বল বাড়ান পল পগবা। ডান পা দিয়ে বল নিয়ন্ত্রণে নিয়ে লক্ষ্যভেদ করেন তিনি। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ম্যানইউ।

বিরতিতে থেকে ফিরে দলকে সমতায় ফেরান লিডস ডিফেন্ডার আইলিং। তবে মাত্র চার মিনিট পরেই স্বাগতিকদের এগিয়ে নেন ম্যাসন গ্রিনউড। ম্যাচের ৫৪তম মিনিটে আবারও লক্ষ্যভেদ করেন পর্তুগিজ স্ট্রাইকার ব্রুনো ফার্নান্দেস। দলে দ্বিতীয় এবং তৃতীয় গোলেও অবদান রাখেন ফরাসি মিডফিল্ডার পগবা।

ইউনাইটেডে অষ্টম ফুটবলার হিসেবে প্রিমিয়ার লিগের এক ম্যাচে তিনটি অ্যাসিস্ট করেন পগবা। এর আগে সর্বশেষ এ কীর্তি গড়েছিলেন অ্যান্টেনিও ভ্যালেন্সিয়া। ২০১১ সালে উলভারহ্যাম্পটনের বিপক্ষে এ রেকর্ড গড়েন তিনি।

৬০তম মিনিটে নিজের হ্যাটট্রিকের পাশাপাশি দলের চতুর্থ গোল পূর্ণ করেন ব্রুনো ফার্নান্দেস। এরপর আরও এক গোলের দেখা পায় ম্যানচেস্টার ইউনাইটেড। পগবা চতুর্থ অ্যাসিস্টে ম্যাচের ৬৮তম মিনিটে লিডসের জালে বল জড়ান ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ফ্রেড।

ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হওয়ায় ৫-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেড।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

মেসি-নেইমার ছাড়াই পিএসজির দল ঘোষণা

মেসি-নেইমার ছাড়াই পিএসজির দল ঘোষণা

৭৪ বছর পর শীর্ষ লিগে ফিরে আর্সেনালকে হারালো ব্রেন্টফোর্ড

৭৪ বছর পর শীর্ষ লিগে ফিরে আর্সেনালকে হারালো ব্রেন্টফোর্ড

আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল দলে আলভেস, সাথে নতুন ৩ মুখ

আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল দলে আলভেস, সাথে নতুন ৩ মুখ

সেপ্টেম্বরে তিনটি আন্তর্জাতিক ম্যাচ খেলবে জামাল ভূইয়ারা

সেপ্টেম্বরে তিনটি আন্তর্জাতিক ম্যাচ খেলবে জামাল ভূইয়ারা