সেপ্টেম্বরে তিনটি আন্তর্জাতিক ম্যাচ খেলবে জামাল ভূইয়ারা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩৩ এএম, ১৫ আগস্ট ২০২১
সেপ্টেম্বরে তিনটি আন্তর্জাতিক ম্যাচ খেলবে জামাল ভূইয়ারা

চলতি বছরে সেপ্টেম্বরে ফিফা আন্তর্জাতিক ম্যাচের উইন্ডোতে বাংলাদেশ ফুটবল দল তিনটি আন্তর্জাতিক ম্যাচ খেলবে। ম্যাচগুলো কিরগিজস্থানে অনুষ্ঠিত হবে। সেখানে প্রতিপক্ষ হিসেবে থাকবে ফিলিস্থিন ও কিরগিজস্থান জাতীয় দল। এছাড়াও তৃতীয় ম্যাচে কিরগিজস্থান অলিম্পিক দলের সাথে মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় দল।

চলতি বছরে সেপ্টেম্বরে কিরগিজস্থানে তিনটি ম্যাচ খেলার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। শুক্রবার ( ১৩ আগস্ট) জাতীয় দল কমিটির সভা শেষে এ তথ্য জানানো হয়েছে। জাতীয় দলের ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে ৫,৭ এবং ৯ সেপ্টেম্বর।

কাজী নাবিল আহমেদ বলেন, ‘সামনে জাতীয় দলেরন সাফ রয়েছে। এ লক্ষ্যেই ফিফা উইন্ডোতে তিনটি প্রীতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী রবি-সোমবারে মধ্যে ফিফার স্বীকৃতি চলে আসবে।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের বর্তমান সূচি অনুযায়ী ২৭ আগস্ট পর্যন্ত লিগ চলবে। ২৮ আগস্ট থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। অপরিদকে এএফসি কাপ চলতে থাকায় বসুন্ধরা কিংসের তিনটি ম্যাচ বাকি থাকবে। বাংলাদেশ দল কিরগিজস্থান থেকে ফিরলে বসুন্ধরার সেই তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপরেই শুরু হবে সাফের প্রস্তুতি।

নাবিল আহমেদ জানান, বসুন্ধরা কিংসের ম্যাচ শেষ হওয়ার সাথে সাথেই শুরু হবে সাফের ক্যাম্প। বলেন, ‘বসুন্ধরা কিংসে তিনটি ম্যাচ শেষ হওয়ার পর ১৭-১৮ সেপ্টেম্বর থেকে প্রস্তুতি শুরু হবে। এরপর ২৭-২৮ সেপ্টেম্বর মালদ্বীপে যাবে বাংলাদেশ দল।’

২০১৮ সালে ঘরের মাঠে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বও পার হতে পারেনি বাংলাদেশ। এবার সাফে পাঁচ দল থাকায়, নেই কোনো গ্রুপ পর্ব। রবিন রাউন্ড পদ্ধতিতে সবাই সবার সঙ্গে খেলবে। তাই এতে বাংলাদেশের সম্ভাবনা বেশি দেখছেন কাজী নাবিল আহমেদ।

তিনি বলেন, ‘বিগত সাফে আমরা প্রস্তুতি ও পরিকল্পনা করেও আশানুরূপ ফলাফল করতে পারি নাই। এ ফরম্যাটে আমরা সবার সঙ্গেই খেলবো। এছাড়াও টুর্নামেন্টের আগে তিনটি শক্তিশালী দলের সাথে খেলবো। তাই আমরা ভালো কিছুর আশা করছি।’

সাফে ভালো করার প্রত্যাশা রেখেছেন কোচ জেমি ডে। তিনি বলেন, ‘সেপ্টেম্বরের তিনটি ম্যাচ আমাদের জন্য অত্যন্ত সহায়ক হবে। এছাড়াও মালেতে যাওয়ার আগে দশদিনের প্রস্তুতিও সাহায্য করবে।’

শুক্রবারের সভায় জাতীয় দল ছাড়াও অনূর্ধ্ব ২৩ দল নিয়েও পরিকল্পনা করা হয়েছে। অক্টোবরে কুয়েতে এএফসি অনূর্ধ্ব ২৩ চ্যাম্পিয়নশিপ খেলবে বাংলাদেশ। এ টুর্নামেন্টের জন্য ঘরের মাঠে নেপাল ও মঙ্গোলিয়ার সাথে খেলার চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ। এছাড়াও নভেম্বরের ফিফা উইন্ডোতেও খেলার চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ভূটান সিদ্ধান্ত জানায়নি, পাঁচ দল নিয়েই হবে সাফ

ভূটান সিদ্ধান্ত জানায়নি, পাঁচ দল নিয়েই হবে সাফ

চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে মালদ্বীপ গেল বসুন্ধরা কিংস

চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে মালদ্বীপ গেল বসুন্ধরা কিংস

ফুটবল র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে ভূটানের নীচে বাংলাদেশ

ফুটবল র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে ভূটানের নীচে বাংলাদেশ

সুপার কাপ জিতে মৌসুম শুরু করলো চেলসি

সুপার কাপ জিতে মৌসুম শুরু করলো চেলসি