জুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার সিটিতে রোনালদো!

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১৪ পিএম, ২৭ আগস্ট ২০২১
জুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার সিটিতে রোনালদো!

ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যাওয়া শুধু সময়ের ব্যাপার। এমনটাই জানিয়েছে ইউরোপে গণমাধ্যমগুলো। সিটিজেনদের সাথে তুরিনের ওল্ড লেডিদের শেষ মুহূর্তের আলোচনা চলছে বলেও জানিয়েছেন তারা।

বেশ কিছুদিন আগে গুঞ্জন উঠেছিল জুভেন্টাস ছাড়তে চান ক্রিস্টিয়ানো রোনালদো। তবে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করেন তিনি। তবে আবারও দল বদলের বাজারে রোনালদোর দল ছাড়ার বিষয়ে জোরালো গুঞ্জন উঠেছে। তবে এবারের গুঞ্জন সত্যি হবে বলেই ধারণা করা হচ্ছে।

জুভেন্টাসের সাথে ম্যানচেস্টার সিটির শেষ মুহূর্তের বোঝাপড়া হলেই ইংলিশ ফুটবলের সবচেয়ে বড় ঘটনা চোখে পড়বে। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে তারকা খ্যাতি পাওয়া রোনালদো যোগ দিবেন নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিতে।

ইউরোপিয়ান গণমাধ্যমগুলো জানাচ্ছে সিটিজেনদের ডেরায় রোনালদোর বেতন হবে সপ্তাহে ২ লাখ ৫০ হাজার পাউন্ড। এছাড়াও সিটিতে নিজের ভূমিকা নিয়েও কথা বার্তা পাকা করেছেন রোনালদো।

মৌসুমের শুরু থেকেই রোনালদোকে বিক্রি করে দেওয়ার চিন্তায় ছিল জুভেন্টাস। করোনাভাইরাস মহামারির কারণে বেশ আর্থিক সংকটে আছে তুরিনের ওল্ড লেডিরা। নিজেদের খরচ বাঁচানোর জন্যই এ সিদ্ধান্ত নিয়েছিল তারা।

ক্রিস্টিয়ানো রোনালদোকে দলে ভেড়াতে কোনো অর্থই খরচ করতে রাজি নয় ম্যানচেস্টার সিটি। তবে জুভেন্টাসের আশা তারা ২৫-৩০ মিলিয়ন ইউরো পাবে। আর্থিক কোনো লেনদেন না হলে খেলোয়াড় অদল-বদল করতে পারে। তবে এ চুক্তিতে গ্যাব্রিয়েল জেসুসকে দলে চায় জুভেন্টাস। এদিকে সিটি রহিম স্টার্লিং অথবা বানার্ডো সিলভাকে দিতে চায়।

শেষ পর্যন্ত কি হয় সেটার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছু সময়। রোনালদোর ভবিষ্যত নিয়ে আলোচনার জন্য ইতিমধ্যেই রোনালদোর এজেন্ট জর্জিও মেন্ডেস তুরিনে পৌঁছে গেছেন।

চলতি মৌসুমের আগেই সিটি থেকে বার্সেলোনায় পাড়ি জমিয়েছেন সার্জিও আগুয়েরো। তার পরিবর্তে টটেনহাম থেকে ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেনকে দলে ভেড়াতে চেয়েছিল ম্যানচেস্টার সিটি। তবে টটেনহামের সাথে মতের মিল না হওয়ায় শেষ পর্যন্ত হ্যারি কেনকে দলে ভেড়াতে পারেনি সিটিজেনরা। এরপরেই ক্রিস্টিয়ানো রোনালদোর দিকে নজর ফেরায় সিটিজেনরা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথে থাকবে দর্শক

ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথে থাকবে দর্শক

রিয়ালের ফুটবলার ছাড়াই ঘোষিত হলো স্পেন দল

রিয়ালের ফুটবলার ছাড়াই ঘোষিত হলো স্পেন দল

এমবাপেকে কিনতে রিয়ালের ১৬০ মিলিয়নের প্রস্তাব পিএসজির প্রত্যাখ্যান

এমবাপেকে কিনতে রিয়ালের ১৬০ মিলিয়নের প্রস্তাব পিএসজির প্রত্যাখ্যান

মেসির অভিষেক ইঙ্গিত, ১০ দিন আগেই টিকিট শেষ

মেসির অভিষেক ইঙ্গিত, ১০ দিন আগেই টিকিট শেষ