মেসির অভিষেক ইঙ্গিত, ১০ দিন আগেই টিকিট শেষ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০৪ পিএম, ২৫ আগস্ট ২০২১
মেসির অভিষেক ইঙ্গিত, ১০ দিন আগেই টিকিট শেষ

বার্সেলোনা ছেড়ে লিওনেল মেসির পিএসজিতে যোগ দিয়েছেন দুই সপ্তাহ পার হয়ে গেছে। তবে এখনো ক্লাবটির জার্সি পড়ে মাঠের খেলায় অভিষেক হয়নি আর্জেন্টিনার এই ফুটবল তারকার। পিএসজিতে যোগ দেওয়া থেকে শুরু করে মেসির অভিষেক ম্যাচ নিয়ে ভক্তদের মাঝে আগ্রহের মাত্রা তুঙ্গে। সেই ধারাবাহিকতায় মেসির সম্ভাব্য অভিষেক ম্যাচের টিকিট ইতিমধ্যে শেষ হয়ে গেছে।

ফরাসি লিগ ওয়ানে ২৯ আগস্ট (রোববার) রিমসের বিপক্ষে মাঠে নামবেন পিএসজি। ধারণা করা হচ্ছে, ওই ম্যাচে পিএসজির হয়েছে অভিষেক হতে পারে মেসির। এছাড়া কোচ মাওরিসিও পচেত্তিনোও এমনটা ইঙ্গিত করেছেন।

ফুটবল বিশ্বে এখন অন্যতম আলোচিত বিষয় পিএসজিতে মেসি অভিষেক। পিএসজি কোচ মাওরিসিও পচেত্তিনোর কথায় আভাস মিলেছে, রাঁসের বিপক্ষে পিএসজির হয়ে অভিষেক হতে পারে মেসির। সেই আভাসেই হুমড়ি খেয়ে পড়েছেন ভক্ত-সমর্থকরা।

ম্যাচের ১০ দিন আগেই শেষ হয়ে গেছে সব টিকিট। ম্যাচটির জন্য ২০ হাজার ৫৪৬ টিকিট ছাড়া হলেও ইতিমধ্যে সবগুলোই বিক্রি হয়ে গেছে। যার ফলে স্টেডিয়ামের বাইরে ঝুলিয়ে দেওয়া হয়েছে ‘নো টিকিট’ নোটিশ।

শুধু ফ্রান্স নয়, ম্যাচটির টিকিট বিক্রি হয়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। ফ্রান্সের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, অনলাইন থেকে চিলি, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, মিশর ও ভারত থেকেও কেনা হয়েছে টিকিট।

এছাড়া শুধু সমর্থক নয়, আগ্রহ রয়েছে সাংবাদিকদের মধ্যেও। ম্যাচটির জন্য অ্যাক্রিডেশনের আবেদন পড়েছে ১২০টি। এখন পর্যন্ত এটিই সর্বোচ্চ অ্যাক্রিডেশনের আবেদন। এর আগে ২০১৩ সালে সর্বোচ্চ ১১৩টি অ্যাক্রিডেশন কার্ডের আবেদন জমা পড়েছিল।

এদিকে, মেসিকে কিনে নেওয়ার পর মাত্র কয়েক দিনে ১০০ মিলিয়ন ডলারের কেবল জার্সি বিক্রি করেছে পিএসজি। নেইমার-এমবাপের সাথে পিএসজিতে মেসির জার্সি নম্বর এখন ৩০।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

আবারও এমবাপের দলবদল গুঞ্জন, লড়াইয়ে দুই ক্লাব

আবারও এমবাপের দলবদল গুঞ্জন, লড়াইয়ে দুই ক্লাব

পিএসজি থেকে ছুটি পেয়েই বার্সেলোনায় মেসি

পিএসজি থেকে ছুটি পেয়েই বার্সেলোনায় মেসি

মেসির নাক-চোখ মুছা সেই টিস্যুর দাম সাড়ে ৮ কোটি টাকা!

মেসির নাক-চোখ মুছা সেই টিস্যুর দাম সাড়ে ৮ কোটি টাকা!

এখনো বাড়ি পাননি মেসি, প্রতিদিন হোটেল ভাড়া গুণছেন ২০ লাখ টাকা

এখনো বাড়ি পাননি মেসি, প্রতিদিন হোটেল ভাড়া গুণছেন ২০ লাখ টাকা