রিয়ালের আস্থার প্রতিদান দিতে চান হ্যাজার্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪৫ এএম, ০৩ সেপ্টেম্বর ২০২১
রিয়ালের আস্থার প্রতিদান দিতে চান হ্যাজার্ড

অনেক প্রত্যাশা নিয়ে দুই মৌসুম আগে চড়া মূল্যে ইংলিশ ক্লাব চেলসি এডেন হ্যাজার্ডকে দলে টেনেছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু বারবার চোটের কাছে হেরে গিয়ে প্রত্যাশার সিকিভাগও পূর্ণ করতে পারেননি তিনি। চলতি মৌসুমের শতভাগ ফিট হয়ে মাঠে নামতে পারেননি তিনি। তবে আশাহত না হয়ে ক্লাবের আস্থার প্রতিদান দিতে চান এ বেলজিয়ান।

চলতি বছরের আগস্টে শুরু হয়েছে ২০২১-২২ মৌসুম। নতুন মৌসুমে তিন ম্যাচে মাঠে নামলেও পুরো সময় মাঠে থাকেননি তিনি। রিয়ালে খেলা তিন ম্যাচে প্রথম দুই ম্যাচ মূল একাদশে থাকলেও তৃতীয় ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। বর্তমানে জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে ব্যস্ত আছেন তিনি।

এ সময় দেওয়া হ্যাজার্ডের এক সাক্ষাৎকারে তার চোটের বিষয়টি উঠে আসে। জানান, খারাপ সময় কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াতে চান তিনি। বলেন, ‘রিয়াল মাদ্রিদ আমার পিছনে অনেক অর্থ খরচ করেছে। আমাকে এর প্রতিদান দিতে হবে।’

পাঁচ বছরের চুক্তির প্রথম দুই মৌসুমে ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন হ্যাজার্ড। তবে প্রমাণের জন্য হাতে তিন বছর আছে বলেই আত্মবিশ্বাসী হ্যাজার্ড। বলেন, ‘চুক্তি পাঁচ বছরের, প্রথম দুই বছর ভালো কাটেনি। তবে প্রমাণের জন্য আরও তিন বছর সময় হাতে আছে।আশা করি কোনো এক সময় অনুশীলনের জন্য সেরা অপেক্ষায় আছি। আশা করি নিজেকে প্রমাণ করতে পারবো।’

চেলসি থেকে রিয়াল মাদ্রিদের যোগ দেওয়ার পর থেকেই চোটের সঙ্গে হ্যাজার্ডের সখ্যতা বেড়েছে। এর যুক্তি হিসেবে তিনি বলেন, ‘লোকজন মনে করে আমি সবসময় চোটে থাকি। তবে আমার ক্যারিয়ারের দিকে তাকান, সর্বশেষ ১০ বছরের আমি অন্য ফুটবলারের থেকে অনেক বেশি ম্যাচ খেলেছি।’

হ্যাজার্ড আরও বলেন, ‘আমার যা করণীয় তা আমি করছি। আমি প্রতিদিন ফিজিওর সাথে কাজ করছি। মৌসুমের শুরু থেকেও দারুণ কাজ করছি। কাজ ভালোই চলছে তবে এখনও আমি শতভাগ ফিট না।’

২০১৯ সালে ১০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে চেলসি থেকে রিয়ালে যোগ দেন এডেন হ্যাজার্ড। রিয়ালে যোগ দেওয়ার পর থেকে অধিকাংশ সময় ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন তিনি। ফিট হয়ে মাঠে ফিরলেও কখনই আস্থার প্রতিদান দিতে পারেননি। রিয়াল মাদ্রিদের হয়ে ৪৬ ম্যাচে মাত্র ৫ গোল এবং ৯ অ্যাসিস্ট করেছেন তিনি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

আন্তর্জাতিক গোলে রোনালদোর নতুন রেকর্ড

আন্তর্জাতিক গোলে রোনালদোর নতুন রেকর্ড

রোনালদোর রেকর্ডের দিনে পর্তুগালের জয়

রোনালদোর রেকর্ডের দিনে পর্তুগালের জয়

আরও দুই ফুটবলারকে হারালো ব্রাজিল

আরও দুই ফুটবলারকে হারালো ব্রাজিল

অ্যাথলেটিকো মাদ্রিদে ফিরলেন গ্রিজম্যান

অ্যাথলেটিকো মাদ্রিদে ফিরলেন গ্রিজম্যান