দুই বছর পরপর বিশ্বকাপ চাচ্ছে না ক্লাবগুলো, সভায় বসছে ফিফা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:১৭ এএম, ২৩ সেপ্টেম্বর ২০২১
দুই বছর পরপর বিশ্বকাপ চাচ্ছে না ক্লাবগুলো, সভায় বসছে ফিফা

দুই বছর পরপর বিশ্বকাপের আয়োজনের পরিকল্পনা নিয়ে এগিয়ে চলছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এ বিষয়ে শীঘ্রই বিশ্বের সব ফুটবল ফেডারেশনের সাথে আলোচনার টেবিলের বসবে সংস্থাটি। তবে আলোচনায় বসার আগেই এ সিদ্ধান্তের বিরোধীতা করেছে বিভিন্ন ফুটবল কনফাডেরশন। এবার সে তালিকায় যুক্ত হয়েছে ফুটবল ক্লাবগুলো।

চলতি বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে বিশ্বের সব ফুটবল ফেডারেশনের সাথে ভার্চুয়াল বৈঠকে বসবে ফিফা। এ বৈঠকের মূল বিষয় দুই বছর পরপর বিশ্বকাপ আয়োজন করা। শুধু পুরুষদের ফুটবল নয়, নারী ফুটবল বিশ্বকাপও দুই বছর পরপর আয়োজনের সিদ্ধান্ত নিয়ে রেখেছে ফিফা। এখন শুধু অনুমোদনের অপেক্ষায় আছে।

তবে ফিফার এ সিদ্ধান্ত অনুমোদিত হবে কিনা তা নিয়ে বেশ সন্দেহ রয়েছে। কারণ ইতিমধ্যে এ সিদ্ধান্তের বিরোধীতা করেছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। তাদের মতে, দুই বছর পরপর বিশ্বকাপ আয়োজিত হলে তা টুর্নামেন্টটির জৌলুস কমিয়ে দিবে।

এছাড়াও, দুই বছর পরপর বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্তের বিরোধীতা করেছে দক্ষিণ আমেরিকা ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কনমেবল।

মহাদেশীয় ফুটবলের বড় দুই কনফেডারেশনের বিরোধীতার পরও দুই বছর পরপর বিশ্বকাপ আয়োজনের পক্ষে থাকতে চায় উত্তর আমেরিকা ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কনকাকাফ। তাদের মতে ফুটবলের আরও বেশি উন্নয়নের জন্য সব ফুটবল ফেডারেশনের এ সিদ্ধান্তের পক্ষে ভোট দেওয়া উচিত।

শুধু কনফেডারেশনগুলো নয়, ফুটবলের সাথে জড়িত অন্যান্য অনেকেই নিজেদের অবস্থান তুলে ধরছে। ইতিমধ্যে সোমবার (২০ সেপ্টেম্বর) নিজেদের সিদ্ধান্ত জানিয়ে উয়েফাকে চিঠি দিয়েছে ইউরোপিয়ান কোচদের সর্বোচ্চ সংস্থা এইএফসিএ। তারা উয়েফার সিদ্ধান্তের পক্ষে নিজেদের মতামত তুলে ধরেছে।

ইউরোপিয়ান ফুটবলের কোচদের সর্বোচ্চ সংস্থা জানিয়েছে, দুই বছর পরপর বিশ্বকাপ আয়োজনের এ সিদ্ধান্ত ফুটবলের জন্য ক্ষতিকর হয়ে আসবে। এ সিদ্ধান্তের ফলে ফুটবলাররা খেলার মধ্যে কোনো বিরতি পাবে না। যা তাদের পারফর্মেন্সের প্রভাব পড়বে। এছাড়াও দুই বছর পরপর বিশ্বকাপ আয়োজিত হলে ফুটবলাররা টুর্নামেন্টটি খেলার জন্য আগ্রহ হারিয়ে ফেলবে। যা কিনা দর্শকদেরকেও হতাশ করতে পারে।

ফুটবলাররা সাধারণত ক্লাবের অধীনে থাকে। ক্লাবগুলোও চাচ্ছে না দুই বছর পরপর বিশ্বকাপ আয়োজিত হোক। কারণ এতে খেলোয়াড়দের উপর ওয়ার্কলোড বেশ বেড়ে যাবে। যা তাদের পারফর্মেন্সেও ভাটা ফেলতে পারে বলে মনে করে ক্লাবগুলো। এর বাইরে ফুটবলারদের ইনজুরি জনিত সমস্যাও ক্লাবগুলোকে বেশ ভোগাবে। মূলত এ কারণেই দুই বছর পরপর বিশ্বকাপ আয়োজনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ক্লাবগুলো।

বড় বড় ফুটবল কনফেডারেশনের বিরোধীতার পরও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফেন্তিনোর আশা, চলতি বছরের মধ্যেই সবগুলো দেশ দুই বছর পরপর বিশ্বকাপ আয়োজনের পক্ষে ভোট দিবে।

ফিফা তাদের আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, আগামী ফিফার বৈঠকে দুই বছর পরপর বিশ্বকাপ আয়োজনের বিষয়ে বেশ ভালো একটি বৈঠক অনুষ্ঠিত হবে। যেখানে সবাই স্বাধীনভাবে সিদ্ধান্তের পক্ষে-বিপক্ষে নিজেদের যুক্তি তুলে ধরবে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপ বয়কটের হুমকি দিলেন উয়েফা প্রধান

বিশ্বকাপ বয়কটের হুমকি দিলেন উয়েফা প্রধান

দুই বছর পর পর ফুটবল বিশ্বকাপ চায় কনকাকাফ

দুই বছর পর পর ফুটবল বিশ্বকাপ চায় কনকাকাফ

ইংল্যান্ড ফুটবলারদের নিয়ে বর্ণবাদী আচরণ, তদন্ত করবে ফিফা

ইংল্যান্ড ফুটবলারদের নিয়ে বর্ণবাদী আচরণ, তদন্ত করবে ফিফা

বসুন্ধরা কিংসকে ফিফার অভিনন্দন

বসুন্ধরা কিংসকে ফিফার অভিনন্দন