ইংল্যান্ড ফুটবলারদের নিয়ে বর্ণবাদী আচরণ, তদন্ত করবে ফিফা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৩৮ এএম, ০৫ সেপ্টেম্বর ২০২১
ইংল্যান্ড ফুটবলারদের নিয়ে বর্ণবাদী আচরণ, তদন্ত করবে ফিফা

বুদাপেস্টে বিশ্বকাপ বাছাইপর্বে ইংল্যান্ড খেলোয়াড়দের লক্ষ্য করে বর্ণবাদী ভাষা ব্যবহার করে আবারও সমালোচনার মুখে হাঙ্গেরির সমর্থকরা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা বিষয়টি মোটেই ভালো চোখে দেখছে না। পুসকাস এরিনার ম্যাচটি ঘিড়ে ওই ঘটনা খতিয়ে দেখতে তদন্ত কমিটিকে নির্দেশ দিয়েছে ফিফা।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) ওই ম্যাচে ইংল্যান্ডের রাহিম স্টার্লিং ও বদলি খেলোয়াড় জুড বেলিংহ্যামকে উদ্দেশ্য করে স্বাগতিক সমর্থকরা বর্ণবাদী ভাষা শব্দ উচ্চারণ করে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও এ ধরনের ঘটনাকে ‘সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।

ম্যাচটিতে হাঙ্গেরিকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে ইংল্যান্ড। ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড স্টার্লিং দুর্দান্ত এ জয়ের প্রথম গোলটি করেন। তবে সফরকারী কৃষ্ণাঙ্গ খেলোয়াড়দের নিয়ে এ ধরনের ঘটনাটি ম্যাচের ফলাফলের আনন্দকে ছাপিয়ে গেছে। উত্তেজিত স্বাগতিক সমর্থকার ম্যাচ শেষে মাঠের মধ্যে বিভিন্ন ধরনের দাহ্য বস্তুও ছুঁড়ে মেরেছে।

এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, ‘ম্যাচ রিপোর্ট পর্যালোচনা করে হাঙ্গেরি বনাম ইংল্যান্ডের ম্যাচটি ঘিড়ে যে ঘটনা ঘটেছে তার বিপক্ষে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ফিফার সবসময়ই যেকোন ধরনের বর্ণবাদী কিংবা সংঘষপূর্ণ ঘটনাকে বিরোধীতা করে আসছে।’

এদিকে, ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসন টুইটারে লিখেছেন, ‘ফুটবলে এ বিষয়টির প্রতি ফিফা জিরো টলারেন্স সবসময়ই রয়েছে। যারাই এ ঘটনার জন্য দায়ী তাদেরকে কঠোর শাস্তির আওতায় আনার জন্য আমি ফিফাকে আহবান জানাচ্ছি। না হলে ফুটবলের ভালোদিকগুলো সব নির্মূল হয়ে যাবে।’

যদিও হাঙ্গেরিয়ান ফুটবল প্রধানরা তাদের সমর্থকদের পক্ষেই কথা বলেছেন। হাঙ্গেরিয়ান সমর্থকদের অশোভন আচরণের ঘটনা এবারই প্রথম নয়। এর আগে জুলাইয়ে ইউরোপীয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা ইউরো ২০২০’এ সমর্থকদের বিরুপ আচরণের জন্য শাস্তিস্বরূপ হাঙ্গেরিয়ান ফুটবল ফেডারেশনকে তিনটি আন্তর্জাতিক ম্যাচ দর্শকবিহীন স্টেডিয়ামে আয়োজনের নির্দেশ দিয়েছিল। যদিও ফিফা প্রতিযোগিতা হওয়ায় এ শাস্তি বিশ্বকাপ বাছাইপর্বে কার্যকর হবে না।

স্পোর্টসমেইল২৪/আরএস 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ইউরোতে ‘বর্ণবাদ’, তদন্তে উয়েফা

ইউরোতে ‘বর্ণবাদ’, তদন্তে উয়েফা

চট্টগ্রামেও বর্ণ বৈষ্যমের বিরুদ্ধে প্রতিবাদ

চট্টগ্রামেও বর্ণ বৈষ্যমের বিরুদ্ধে প্রতিবাদ

কাভানির নিষেধাজ্ঞা প্রত্যাহারের চায় উরুগুয়ে প্লেয়ার্স ইউনিয়ন

কাভানির নিষেধাজ্ঞা প্রত্যাহারের চায় উরুগুয়ে প্লেয়ার্স ইউনিয়ন

সালাহকে নিয়ে বর্ণবাদী মন্তব্য, তিন বছরের জন্য নিষিদ্ধ ফুটবল সমর্থক

সালাহকে নিয়ে বর্ণবাদী মন্তব্য, তিন বছরের জন্য নিষিদ্ধ ফুটবল সমর্থক