মেসি সবসময় আমার দলে থাকবে: স্ক্যালোনি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২৬ এএম, ০১ অক্টোবর ২০২১
মেসি সবসময় আমার দলে থাকবে: স্ক্যালোনি

ইনজুরির কারণে প্যারিস সেন্ট জার্মেইনের হয়ে দুই ম্যাচে ছিলেন না লিওনেল মেসি। ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছেন লিওনেল মেসি। মাঠে ফিরেই গোল পেয়েছেন তিনি। এমনকি দলের রক্ষণভাগেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাতে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচ গোল করে পিএসজির জয় নিশ্চিত করেন লিওনেল মেসি। এছাড়াও একই ম্যাচে রক্ষণভাগেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার এ পারফর্মেন্সে বেশ খুশি আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি। নিজের প্রিয় শিষ্যকে প্রশংসায় ভাসিয়েছেন তিনি।

এ বিষয়ে স্ক্যালোনি বলেন, ‘পিএসজির হয়ে তাকে একটা ভালো ম্যাচ খেলতে দেখেছি। সে দারুণভাবে নিজের দায়িত্ব পালন করেছে। আমাদের কাছে তথ্য ছিল ওর সেরে উঠতে আরও কয়েকদিন সময় লাগবে। ফেরার পর তাকে বেশ স্বাভাবিক লেগেছে।’

কয়েকদিনের মধ্যেই জাতীয় দলের ডেরায় যোগ দিবেন লিওনেল মেসি। সবকিছু ঠিকঠাক থাকলে এবং ইনজুরি সমস্যা না থাকলে মেসি শুরুর একাদশে থাকবেন বলে নিশ্চিত করেছেন স্ক্যালোনি। আর্জেন্টাইন গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন তিনি।

এ বিষয়ে স্ক্যালোনি বলেন, ‘মেসি সবসময় আমার দলে খেলবে। যে যখন খেলবে, তখন নিশ্চয় কোনো কারণ থাকবে। আমাদের এসব বিষয়ে কোনো সমস্যা নেই। আমাদের দলের সবাই জানে, শুধুমাত্র একজনই একাদশে নিশ্চিত।’

চলতি বছরের ৭ অক্টোবর বাংলাদেশ সময় ভোর ৫ টায় প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। একই আন্তর্জাতিক বিরতিতে উরুগুয়ে এবং পেরুর মুখোমুখি হবে আর্জেন্টিনা।

ল্যাটিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে আছে আর্জেন্টিনা। সমান সংখ্যক ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ব্রাজিল।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

মেসির এমন শুয়ে পড়া ‘অসম্মানজনক’

মেসির এমন শুয়ে পড়া ‘অসম্মানজনক’

ল্যাটিন-ইউরোপ সেরার লড়াইয়ে মুখোমুখি আর্জেন্টিনা-ইতালি

ল্যাটিন-ইউরোপ সেরার লড়াইয়ে মুখোমুখি আর্জেন্টিনা-ইতালি

গোল করে উচ্ছ্বসিত মেসি

গোল করে উচ্ছ্বসিত মেসি

চোট সত্ত্বেও আর্জেন্টিনা স্কোয়াডে দিবালা

চোট সত্ত্বেও আর্জেন্টিনা স্কোয়াডে দিবালা