চোট সত্ত্বেও আর্জেন্টিনা স্কোয়াডে দিবালা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫৬ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২১
চোট সত্ত্বেও আর্জেন্টিনা স্কোয়াডে দিবালা

ইনজুরির কারণে আন্তর্জাতিক বিরতির আগে ক্লাবের হয়ে মাঠে নামতে পারছেন না জুভেন্টাসের তারকা পাওলো দিবালা। তবে বিশ্বকাপ বাছাইপর্বের জন্য আর্জেন্টিনা স্কোয়াডে সুযোগ পেয়েছেন এ তারকা। দিবালা ছাড়াও ইংলিশ লিগে খেলা রোমেরো-মার্টিনেজদেরকেও দলে রেখেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি।

ক্রিস্টিয়ানো রোনালদোর বিদায়ের পর থেকে দিবালাকে কেন্দ্র করেই জুভেন্টাসের সব পরিকল্পনা। সর্বশেষ ম্যাচে গোলও পেয়েছিলেন তিনি। তবে ওই ম্যাচেই ইনজুরিতে পড়েন। এতেই আন্তর্জাতিক বিরতির আগে চ্যাম্পিয়নস লিগে মাঠে না নামার বিষয়টি নিশ্চিত হয়েছে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) বিশ্বকাপ বাছাই পর্বের জন্য ৩০ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন লিওনেল স্ক্যালোনি। দলে ফিরেছেন দুই জন। সর্বশেষ স্কোয়াডের প্রায় সবাই নিজেদের জায়গা ধরে রেখেছেন।

ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন এস্তেবান আন্দ্রাদা। এছাড়াও ফিরেছেন বায়ার লেভারকুসেন ফরওয়ার্ড লুকাস আলারিও। স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন রিভারপ্লেটের তরুণ ফরওয়ার্ড হুলিয়ান আলভারেস।

সর্বশেষ আন্তর্জাতিক বিরতিতে সবচেয়ে আলোচিত ঘটনা ছিল আর্জেন্টিনা চার ফুটবলারের কারণে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ স্থগিত হওয়া। এমিলিয়ান বুয়েন্দিয়া, এমিলিয়ানো মার্টিনেজ, জিওভানি লে চেলসো এবং ক্রিস্টিয়ান রোমেরো- ইংলিশ লিগে খেলে এ চার জনের মধ্যে স্কোয়াডে জায়গা ধরে রাখতে পারেননি বুয়েন্দিয়া।

যুক্তরাজ্যের কঠোর কোয়ারেন্টাইন নিয়মের পরিবর্তন ঘটেনি। ল্যাটিন আমেরিকা থেকে কেউ যুক্তরাজ্যে প্রবেশ করতে হলে তাকে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইন পালন করতে হবে। এ নিয়মের ফলে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো তাদের ফুটবলারদের ছাড়বে কিনা তা এখনও নিশ্চিত নয়।

চলতি বছরের ৭ অক্টোবর প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। পরবর্তী দুই ম্যাচে তাদের প্রতিপক্ষ উরুগুয়ে এবং পেরু।

৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা অঞ্চলে দুই নম্বরে আছে আর্জেন্টিনা। সমান সংখ্যক ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে ব্রাজিল।

আর্জেন্টিনা দল:
গোলরক্ষক- এমিলিয়ানো মার্টিনেজ, ফ্র‍্যাঙ্কো আরমানি, হুয়ান মুসো, এস্তেবান আন্দ্রাদা।

ডিফেন্ডার- গনজালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, হুয়ান ফয়েথ, লুকাস মার্টিনেজ, লিসান্দ্রো মার্টিনেজ, হেরমান পেজ্জেলা, নিকলাস অটামেন্ডি, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকলাস টালিয়াফিকো, মার্কোস আকুনইয়া।

মিডফিল্ডার- লিয়ান্দ্রো পারেদেস, গিদো রদ্রিগেজ, নিকলাস ডমিঙ্গেজ, জিওভানি লো চেলসো, এজেকিয়েল পালাসিওস, রদ্রিগো ডি পল।

ফরওয়ার্ড- লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া, পাওলো দিবালা, লাওতারো মার্টিনেজ, আলেহান্দ্রো পাপু গোমেজ, নিকো গঞ্জালেস, অ্যাঞ্জেল কোরেয়া, হোয়াকিন কোরেয়া, লুকাস আলারিও, জুলিয়ান আলভারেজ।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

প্রত্যাশা অপূর্ণ রেখেই বিদায় বললেন সামির নাসরি

প্রত্যাশা অপূর্ণ রেখেই বিদায় বললেন সামির নাসরি

অবশেষে পিএসজির অনুশীলনে মেসি

অবশেষে পিএসজির অনুশীলনে মেসি

নেইমারের উপর ক্ষিপ্ত এমবাপে

নেইমারের উপর ক্ষিপ্ত এমবাপে

ইংলিশ লিগের ফুটবলারদের রেখেই ব্রাজিল দল ঘোষণা

ইংলিশ লিগের ফুটবলারদের রেখেই ব্রাজিল দল ঘোষণা