শেরিফের পর এস্পানিওলের কাছে রিয়ালের হার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫৬ পিএম, ০৪ অক্টোবর ২০২১
শেরিফের পর এস্পানিওলের কাছে রিয়ালের হার

চ্যাম্পিয়নস লিগের সর্বশেষ ম্যাচেই নবাগত শেরিফ তিরাসপোলের কাছে হেরেছে রিয়াল মাদ্রিদ। টুর্নামেন্ট বদলালেও ভাগ্য বদল করতে পারেনি রিয়াল। এবার লা লিগায় এস্পানিওলের কাছে হেরেছে। বার্সেলোনার নগর প্রতিদ্বন্দ্বী এস্পানিওলের কাছে ২-১ গোলে পরাজয় বরণ করে নিয়েছে গ্যালাক্টিকোরা।

রোববার (৩ অক্টোবর) এস্পানিওলের ঘরের মাঠ আরসিডিই স্টেডিয়ামে প্রতিপক্ষের মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ। ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেললেও আশাজাগানিয়া কিছু করতে পারেনি। প্রতিপক্ষে গোলবারে ১৮ শট নিলেও মাত্র চারটি শট লক্ষ্যে রাখতে পেরেছিল তারা। অপরদিকে এস্পানিওল আট শটের চারটিই লক্ষ্যে রেখেছিল।

ম্যাচের ১৭তম মিনিটে এস্পানিওলকে এগিয়ে নেন রাউল ডি টমাস। এরপর থেকেই দুইদল সমানে সমানে লড়াইয়ের আভাস দিয়েছিল। তবে কোনো দলই তৈরি করতে পারেনি নিশ্চিত কোনো সুযোগ। তাই তো এগিয়ে থেকেই বিরতিতে যায় এস্পানিওল।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে বল দখলে রেখে একের পর এক আক্রমণ সাজায় গ্যালাক্টিকোরা। তবে দলকে কোনোভাবেই সমতায় ফেরাতে পারছিলেন না বেনজেমা কিংবা ভিনিয়াস জুনিয়ররা।

উল্টো ম্যাচের ৬০তম মিনিটে আবারও পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। ডিফেন্ডার নাচো ফার্নান্দেসকে কাটিয়ে দলের ব্যবধান দ্বিগুণ করেন আলেইশ ভিদাল।

এরপর থেকেই রিয়ালের হারের শঙ্কা জেগে ওঠে। ১১ মিনিট পর ব্যবধান কমান রিয়ালের ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। মৌসুমে এটি তার ৯ম গোল।

ম্যাচের ৮৬তম মিনিটে আবারও লক্ষ্যভেদ করেন রিয়ালের বেলজিয়ান মিডফিল্ডার এডেন হ্যাজার্ড। তবে বেনজেমা অফসাইড পজিশনে থাকায় গোলটি বাতিল হয়। এরপর আর কোনো গোল না হওয়ায় শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে এস্পানিওল।

হারলেও শীর্ষেই আছে রিয়াল। আট ম্যাচে পাঁচ জয় ও ড্রয়ে তাদের পয়েন্ট ১৭। আগের দিন বার্সেলোনাকে ২-০ গোলে হারানো আতলেতিকো মাদ্রিদ সমান পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। সাত ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে নবম স্থানে বার্সেলোনা। আট ম্যাচে মাত্র দ্বিতীয় জয় পাওয়া এস্পানিওল ৯ পয়েন্ট নিয়ে উঠে এসেছে ১২ নম্বরে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

পিএসজির জয়রথ থামালো রেনেস

পিএসজির জয়রথ থামালো রেনেস

ভ্যাকসিন নিতে অস্বীকৃতি, নিষিদ্ধের শঙ্কায় পাঁচ ইংলিশ ফুটবলার

ভ্যাকসিন নিতে অস্বীকৃতি, নিষিদ্ধের শঙ্কায় পাঁচ ইংলিশ ফুটবলার

কবে ফিরবেন রামোস, নিশ্চিত নন পচেত্তিনো

কবে ফিরবেন রামোস, নিশ্চিত নন পচেত্তিনো

শেষ মুহূর্তে নেশন্স কাপের স্কোয়াডে বদল আনলো ইতালি

শেষ মুহূর্তে নেশন্স কাপের স্কোয়াডে বদল আনলো ইতালি