পিএসজির জয়রথ থামালো রেনেস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:১০ এএম, ০৪ অক্টোবর ২০২১
পিএসজির জয়রথ থামালো রেনেস

লিগ ওয়ানে পিএসজির জয়রথ থামালো তুলনামূলন দুর্বল প্রতিপক্ষ রেনেস। ঘরের মাঠে শক্তিশালী পিএসজিকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে দিয়েছে রেনেস। দলের পক্ষে ফরাসি ফরওয়ার্ড গেইতাঁ লেবর্দির গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয় গোলটি করেন আরেক ফরাসি ফুটবলার ফ্ল্যাভিয়েন টেইট।

রোববার (৩ অক্টোবর) রেনেসের বিপক্ষে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে ও নেইমারকে নিয়ে একাদশ সাজালেও জয় তুলে নিতে পারেনি পিএসজি। লিগে টানা ৮ ম্যাচে জয় তুলে শীর্ষে থাকা পিএসজি নিজেদের নবম ম্যাচে এসে হারের স্বাদ নিতে হলো।

ম্যাচে বল দখলে এগিয়ে থাকলেও প্রতিপক্ষের মাঠে ডিফেন্সের দেয়াল ভাঙতে পারেনি পিএসজি। আক্রমণে গিয়েও বেশ কয়েকবার সুযোগ নষ্ট করেছেন মেসি-নেইমাররা। তবে কম সময়ে বল দখলে পেলেও কাজের কাজটি করেছে রেনেস। ফরওয়ার্ড গাইতান লেবার্ডের গোলে প্রথমার্ধে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে ফ্লেভিয়াঁ তে’র গোলে জয় নিশ্চিত করে তারা।

পিএসজি চাপ অব্যাহতের মাঝেই ৪৫তম মিনিটে পাল্টা আক্রমণে গিয়ে সাফল্যের দেখা পায় রেনেস। বাঁ দিক থেকে কামালদিন সুলেমানার বাড়ানো ক্রসে নিখুঁত শটে গোল আদায় করেন গেইতাঁ লেবর্দি। প্রথমার্ধে শেষ সময়ে গোল করে ১-০ ব্যবধানে বিরতিতে যায় স্বাগতিকরা।

বিরতি থেকে ফিরে শুরুতেই পিএসজিকে স্তব্ধ করে দেয় রেনেস। মাঠের ডান দিক থেকে দারুণ আক্রমণে সতীর্থের কাটব্যাক পেনাল্টি স্পটের কাছে পেয়ে জোরালো শটে গোল করেন ফরাসি মিডফিল্ডার ফ্লেভিয়াঁ তে।

পিছিয়ে পড়ে গোলের জন্য মরিয়া হয়ে পড়া পিএসজি ৬৮তম মিনিটে অবশ্য গোল পায়। পাল্টা আক্রমণে এমবাপের করা গোলটি অফসাইডের কারণে বাদ হয়ে যায়। দুই মিনিট পর সুযোগ পেলেও বল ক্রসবারের উপর দিয়ে চলে যাওয়ায় গোল হয়নি।

শেষ দিকে পিএসজির দুর্দশা আরও বাড়তে পারতো। ম্যাচের ৮২তম মিনিটে ডি-বক্সে ডিফেন্ডার আশরাফ হাকিমির চ্যালেঞ্জে লেবর্দি পড়ে গেলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পরে ভিএআর দেখে সে সিদ্ধান্ত পাল্টায় রেফারি।

পুরো ম্যাচে ৬৮ শতাংশ বল দখলে রেখে ১৩টি শট নিয়েছিল পিএসজি। তবে রেনেসের ডিফেন্ডারদের এড়িয়ে কোন টার্গেট শট নিতে পারেননি মেসি-নেইমাররা। অন্যদিকে, ৩২ শতাংশ বল পেলেও নিজেদের ১২টি শটের মধ্যে ৪টি টার্গেট শট নেয় রেনেস। যার মধ্যে ২টি গোলে পরিণত করতে পারেন।

চলতি মৌসুমে লিগে পিএসিজর এটাই প্রথম পরাজয়। এর আগে নিজেদের আট ম্যাচে টানা জয় তুলে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে। অন্যদিকে, ৯ ম্যাচে ৩ জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের আট নম্বরে রয়েছে রেনেস।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

কবে ফিরবেন রামোস, নিশ্চিত নন পচেত্তিনো

কবে ফিরবেন রামোস, নিশ্চিত নন পচেত্তিনো

মেসির বাসস্থানে ডাকাতি, নগদ অর্থ ও গয়না লুট

মেসির বাসস্থানে ডাকাতি, নগদ অর্থ ও গয়না লুট

মেসির এমন শুয়ে পড়া ‘অসম্মানজনক’

মেসির এমন শুয়ে পড়া ‘অসম্মানজনক’

গোল করে উচ্ছ্বসিত মেসি

গোল করে উচ্ছ্বসিত মেসি