ভিয়ারিয়ালকে হারিয়ে লা লিগার সাতে বার্সেলোনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:০৩ এএম, ২৯ নভেম্বর ২০২১
ভিয়ারিয়ালকে হারিয়ে লা লিগার সাতে বার্সেলোনা

লা লিগায় নিজেদের ১৪তম ম্যাচে আবারও হারের স্বাদ পেতে যাচ্ছিল বার্সেলোনা। ফ্রেংকি ডি ইয়ংয়ের গোলে প্রথমে এগিয়ে গেলেও সমতায় ফিরে ভিয়ারিয়াল। তবে শেষ দিকে ভিয়ারিয়ালের ভুলে স্বল্প সময়ের ব্যবধানে দুই গোল পাওয়া জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। দলের পক্ষে গোল দুটি করেন মেমফিস ডিপাই এবং ফিলিপে কৌতিনিয়ো।

শনিবার (২৭ নভেম্বর) রাতে প্রতিপক্ষ ভিয়ারিয়ালের মাঠে ৩-১ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। লা লিগার চলতি মৌসুমে ১৪ ম্যাচে বার্সেলোনার এটি ষষ্ঠ জয়। এছাড়া পাঁচ ড্রয়ে ২৩ পয়েন্ট নিয়ে টেবিলের সাত নম্বরে উঠেছে তারা। অন্যদিকে, ১৬ পয়েন্ট নিয়ে টেবিরের ১২ নম্বরে ভিয়ারিয়াল।

ম্যাচের শুরুতেই গোলের সুযোগ পেয়েছিল বার্সেলোনা। ম্যাচের তৃতীয় মিনিটে তরুণ উইঙ্গার আবদের হেড ঠেকিয়ে দেন গোলরক্ষক জেরোনিমো রুলি। এরপর পাল্টা আক্রমণে ভিয়ারিয়ালও গোলের সুযোগ তৈরি করেছিল। তবে তারাও কাজে লাগাতে পারেনি।

আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা চললেও প্রথমার্ধে কোন দলই গোলের দেখা পায়নি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় বার্সেলোনা।

বাঁ দিক থেকে জর্দি আলবার বাড়ানো বলে মেমফিসের টোকা ঠেকিয়ে দেন গোলরক্ষক। তবে বল নিয়ন্ত্রণে রাখতে না পারায় ফাঁকায় বল পেয়ে গোল আদায় করেন ডি ইয়ং।

বার্সেলোনার ভুলে ৭৬তম মিনিটে সমতায় ফিরে ভিয়ারিয়ালি। থ্রোয়িং থেকে বল নিয়ন্ত্রণে নিতে না পারলে ভিয়ারিয়ালের খেলোয়াড় নাইজেরিয়ার উইঙ্গার স্যামুয়েল বল নিয়ে ডি-বক্সে থেকে দারুণ শটে দলকে সমতায় ফিরান।

সমতায় ফিরে আত্মবিশ্বাসী হয়ে ওঠে ভিয়ারিয়াল। আক্রমণে প্রতিপক্ষ বার্সেলোনা চাপে ফেলে। তবে নিজেদের ভুলে আবারও পিছিয়ে পড়ে তারা। ৮৮তম মিনিটে ডিফেন্ডার এস্তুপিনানের ভুলে বল পেয়ে যান মেমফিস। বল নিয়ন্ত্রণে নিয়েই জালে পাঠান তিনি।

২-১ গোলের এগিয়ে যাওয়ায় আত্মবিশ্বাস পেয়ে যায় সফরকারী বার্সেলোনা। পিছিয়ে পড়ে আর ফিরতে না পারা ভিয়ারিয়াল শেষ দিকে আরও একটি ভুল করে বসে।

ডি-বক্সে বদলি নামা ব্রাজিলিয়ান মিডফিল্ডার কৌতিনিয়োকে ফাইল করের ভিয়ারিয়ালের খেলোয়াড়। ফলে শেষ মুহূর্তে পেনাল্টি পায় বার্সেলোনা। অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে সফল স্পট কিকে স্কোরলাইন ৩-১ করেন কৌতিনিয়ো।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

গ্রানাডাকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ

গ্রানাডাকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ

এখনই অবসরে যাচ্ছেন না আগুয়েরো : জাভি

এখনই অবসরে যাচ্ছেন না আগুয়েরো : জাভি

নিয়ম ভেঙে জরিমানার কবলে ডেম্বেলে

নিয়ম ভেঙে জরিমানার কবলে ডেম্বেলে

আমাদের সব ম্যাচেই জিততে হবে : জাভি

আমাদের সব ম্যাচেই জিততে হবে : জাভি