কাতার বিশ্বকাপ খেলতে চান এরিকসেন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:০৯ পিএম, ০৫ জানুয়ারি ২০২২
কাতার বিশ্বকাপ খেলতে চান এরিকসেন

২০২১ সালের জুনে ইউরোর সর্বশেষ আসরে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মাঠেই লুটিয়ে পড়েছিলেন ডেনমার্কের অধিনায়ক ক্রিস্টিয়ান এরিকসেন। তবে সৃস্টিকর্তার অশেষ করুনায় এই যাত্রা থেকে রক্ষা পান ড্যানিশ মিডফিল্ডার। তারপর থেকে এখনো চলছে তার পুনর্বাসন কার্যক্রম।

তবে মাঠে ফিরতে মরিয়া হয়ে আছেন এরিকসেন। সেটা খুব শীঘ্রই সম্ভব না হলেও ২০২২ কাতার বিশ্বকাপ দিয়েই মাঠে ফিরতে চান তিনি। স্বদেশী এক গণমাধ্যমকে দেয়া স্বাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ২৯ বছর বয়সী এই তারকা।

এরিকসেন বলেন, ‘আমি খেলতে চাই। সবসময় এটাই আমার মানসিকতা ছিলো। এটাই লক্ষ্য, এটাই স্বপ্ন। আমাকে নেয়া হবে কিনা সেটা অন্য ব্যাপার। তবে আমি নিশ্চিত যে আমি ফিরতে পারবো। কারণ আমি ভিন্ন কিছু অনুভব করছি না। শারিরীকভাবে আমি ফিট হয়েই ফিরবো।’

ড্যানিশদের সেরা তারকা আরো যোগ করেন, ‘আমার লক্ষ্য এখন একটাই, বিশ্বকাপ। আমি একদম শুরু থেকেই খেলতে চাই। আমি প্রমাণ করতে চাই যে, আমি আমার মতো সামর্থ্য নিয়েই ফিরে এসেছি।’

ওইদিকে ২০২১ সালের ডিসেম্বরেই এরিকসেনের সাথে চুক্তি বাতিল করে দিয়েছে তার ক্লাব ইন্টার মিলান। তখন থেকে ডেনমার্কে নিজেই অনুশীলন চালিয়ে যাচ্ছেন ড্যানিশ তারকা।

এরিকসেনের ফুটবলে ফেরা নিয়ে তার এজেন্ট মার্টিন স্কটস ব্রিটিশ গণমাধ্যমকে বলেন, ‘ইংল্যান্ডে আবার খেলতে পারাটা ক্রিস এবং তার পরিবারের জন্য বাড়িতে ফেরার মতো ব্যাপার হবে।’

তার হার্ট অ্যাটাকের খবরে ভক্ত অনুরাগীদের প্রার্থনায় বসেছিলেন। ডাক্তারদের অক্লান্ত চেষ্টায় আবারো বেঁচে ফিরেন তিনি। এজন্য সবাইকে ধন্যবাদ দিতেও ভুললেন না।

এরিকসেন বলেন, ‘আমি ডাক্তারদের, আমার সতীর্থদের এবং তাদের পরিবারের সকলকে ধন্যবাদ দিতে চাই। খবর শুনে আমার ভক্তেরা হাজারের উপর চিঠি, ইমেইল এবং ফুল পাঠিয়েছে। এমিনিকি তারা আমার ইতালি এবং ডেনমার্কের বাড়ির রাস্তায় ও এসেছে। আমাকে সমর্থনের জন্যে তাদের সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই।’

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

গুঞ্জনের অবসান, ইন্টার ছাড়লেন এরিকসেন

গুঞ্জনের অবসান, ইন্টার ছাড়লেন এরিকসেন

ড্যানিশ রুপকথার ইতি, ৫৫ বছরের অপেক্ষার পর ফাইনালে ইংলিশরা

ড্যানিশ রুপকথার ইতি, ৫৫ বছরের অপেক্ষার পর ফাইনালে ইংলিশরা

১৭ বছর পর শেষ আটে এরিকসনের ডেনমার্ক

১৭ বছর পর শেষ আটে এরিকসনের ডেনমার্ক

‘চ্যাম্পিয়ন’ ফ্রান্সের সঙ্গে ড্র করে শেষ ষোলোতে ডেনমার্ক

‘চ্যাম্পিয়ন’ ফ্রান্সের সঙ্গে ড্র করে শেষ ষোলোতে ডেনমার্ক