ছয় মাসেই শেষ বেনিতেজের এভারটন অধ্যায়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০৫ পিএম, ১৭ জানুয়ারি ২০২২
ছয় মাসেই শেষ বেনিতেজের এভারটন অধ্যায়

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব এভারটনের কোচের দায়িত্বে ছিলেন রাফায়েল বেনিতেজ। তার অধীনে দলের টানা খারাপ পারফর্মেন্সে ক্রমশই চাপ বাড়ছিল। শেষ পর্যন্ত চাকরিটাই হারালেন এ স্প্যানিশ কোচ। ছয় মাসের পরেই তাকে ছাটাই করেছে এভারটন কর্তৃপক্ষ।

রোববার (১৬ জানুয়ারি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্লাবটি। বেনিতেজের জায়গায় কে আসবেন তা এখনও নিশ্চিত করেনি এভারটন।

এভারটনের দায়িত্ব নেওয়ার পর থেকেই সমর্থকদের কাছে চক্ষুশূল হয়ে ছিলেন রাফায়েল বেনিতেজ। এর আগে চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলের কোচের দায়িত্ব পালন করেছিলেন তিনি। সে সময় এভারটনকে নিয়ে বাজে মন্তব্য করেছিলেন বেনিতেজ।

প্রিমিয়ার লিগের ২০২০-২১ মৌসুমে দশম হওয়া এভারটন অবশ্য এবার বেশ ভালো শুরু করেছিল। প্রথম চার ম্যাচের তিনটি জয় পেয়েছিল। তবে এরপরেই ছন্দ পতনের শুরু। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা।

২০২১ সালের সেপ্টেম্বর থেকে মাত্র এক ম্যাচে জয় পেয়েছিল মার্সিসাইডের দলটি। শনিবার (১৫ জানুয়ারি) নরউইচ সিটির বিপক্ষে ২-১ গোলে হারার পর বেনিতেজের উপর চাপ বাড়তে থাকে। এরপরেই তাকে ছাটাই করার সিদ্ধান্ত নেয় ক্লাবটি।

১৯ ম্যাচে ৫ জয় এবং চার ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে লিগে ১৬তম স্থানে আছে দলটি। অবনমন অঞ্চল থেকে মাত্র ৬ পয়েন্ট উপরে অবস্থান করছে এভারটন।

সাবেক রিয়াল মাদ্রিদ কোচ বেনিতেসের বিদায়ের মধ্য দিয়ে ছয় বছরে এই নিয়ে সপ্তমবার নতুন কোচের সন্ধানে নামবে এভারটন।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

প্রিমিয়ার লিগে লিভারপুলের বড় জয়

প্রিমিয়ার লিগে লিভারপুলের বড় জয়

চেলসিকে হারিয়ে পয়েন্ট ব্যবধান বাড়িয়ে নিলো ম্যানসিটি

চেলসিকে হারিয়ে পয়েন্ট ব্যবধান বাড়িয়ে নিলো ম্যানসিটি

আমি থাকতে চাই, সিদ্ধান্ত লিভারপুলের : সালাহ

আমি থাকতে চাই, সিদ্ধান্ত লিভারপুলের : সালাহ

নিউক্যাসলে যোগ দিলেন ইংলিশ ডিফেন্ডার ট্রিপিয়ার

নিউক্যাসলে যোগ দিলেন ইংলিশ ডিফেন্ডার ট্রিপিয়ার