সুইজারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ইংল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০০ এএম, ২০ এপ্রিল ২০১৮
সুইজারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ইংল্যান্ড

বিশ্বকাপের পরে সুইজারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ইংল্যান্ড। স্পেন ও ক্রোয়েশিয়ার বিপক্ষে হোম ও অ্যাওয়ে ভিত্তিক ইউয়েফা নেশন্স লিগের সাথে এই দুটি বাড়তি ম্যাচ খেলবে ইংল্যান্ড। ফুটবল অ্যাসোসিয়েসন (এফএ) এ তথ্য নিশ্চিত করেছে।

সুইজারল্যান্ডের বিপক্ষে আগামী ১১ সেপ্টেম্বরের অ্যাওয়ে ম্যাচটির ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি। এফএ’র ইচ্ছা ছিল লন্ডনের ওয়েম্বলী থেকে বেরিয়ে অন্য কোন জায়গায় ম্যাচটি আয়োজনের, যাতে করে ইংল্যান্ডের বাইরেও সমর্থকরা প্রিয় দলের ম্যাচ উপভোগ করতে পারে।
তবে ১৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচটি ওয়েম্বলীতেই অনুষ্ঠিত হবে।

২০১৫ সালের সেপ্টেম্বরে সর্বশেষ ইংল্যান্ডের মাটিতে ম্যাচ খেলেছিল সুইজারল্যান্ড। হ্যারি কেন ও ওয়েইন রুনির গোলে ইউরো ২০১৬’র বাছাইপর্বের ম্যাচটিতে ইংল্যান্ড ২-০ গোলে জয়ী হয়। কিন্তু যুক্তরাষ্ট্রের বিপক্ষে ঘরের মাঠে সর্বশেষ ১০ বছর আগে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড। ঐ ম্যাচেও জন টেরি ও স্টিভেন জেরার্ডের গোলে ২-০ ব্যবধানে মার্কিনীদের পরাস্ত করেছিল ইংলিশরা।

২০১৮ রাশিয়া বিশ্বকাপের পরে ৮ সেপ্টেম্বর ঘরের মাঠে স্পেনের বিপক্ষে নেশন্স লিগ মিশন শুরু করবে ইংল্যান্ড। এরপর ১২ ও ১৫ অক্টোবর ক্রোয়েশিয় ও স্পেন সফরে যাবে। তারপর আবারও ১৮ নভেম্বর ওয়েম্বলীতে হোম ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে।

বিশ্বকাপ শুরুর প্রস্তুতি হিসেবে ২ জুন নাইজেরিয়া ও পাঁচ দিন পরে কোস্টা রিকার বিপক্ষে অনুশীলন ম্যাচ খেলবে ইংল্যান্ড। ১৮ জুন তিউনিশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে গ্যারেথ সাউথগেটের দল।


শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপে থাকবে ভিডিও রেফারি ও জায়ান্ট স্ক্রিন

বিশ্বকাপে থাকবে ভিডিও রেফারি ও জায়ান্ট স্ক্রিন

ইংলিশ লিগের সেরা একাদশে ম্যানসিটির পাঁচ খেলোয়াড়

ইংলিশ লিগের সেরা একাদশে ম্যানসিটির পাঁচ খেলোয়াড়

‘আমাকে ছাড়া বিশ্বকাপ অপূর্ণ থেকে যাবে’

‘আমাকে ছাড়া বিশ্বকাপ অপূর্ণ থেকে যাবে’

রোনালদোর গোলে বেঁচেও পয়েন্ট হারাল রিয়াল

রোনালদোর গোলে বেঁচেও পয়েন্ট হারাল রিয়াল