চ্যাম্পিয়নস লিগে জায়গা পাওয়া বার্সেলোনার মূল লক্ষ্য : জাভি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৩২ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২২
চ্যাম্পিয়নস লিগে জায়গা পাওয়া বার্সেলোনার মূল লক্ষ্য : জাভি

চলতি ২০২১-২২ মৌসুমের শুরু থেকেই ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়ে কাতালান ক্লাবটির বর্তমান অবস্থান ইউরোপা লিগে। এছাড়াও লা লিগাতেও নেই সুবিধাজনক স্থানে। এ কারণেই চলতি মৌসুমে শিরোপা নয়, বরং চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়াকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ।

লা লিগায় শিরোপার দৌড়ে বার্সেলোনার নাম থাকার কথা ছিল। কিন্তু ক্রমাগত বাজে পারফর্মেন্সের কারণে লিগে তাদের বর্তমান অবস্থান পঞ্চম। টেবিলের শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের থেকে ১৫ পয়েন্টে পিছিয়ে আছে।

লিগ শিরোপা জয়ের শেষ হয়ে গেলেও চ্যাম্পিয়নস লিগের খেলার আশা এখনই ছেড়ে দিতে রাজি নন বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। বার্সেলোনার এক ধাপ উপরে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদ কাতালান ক্লাবটির চেয়ে মাত্র এক পয়েন্ট এগিয়ে আছে। এছাড়াও ইউরোপা লিগের শিরোপা জিতলে সরাসরি চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ পাবে বার্সেলোনা।

তবে লিগ থেকেই সরাসরি চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিতে চায় বার্সেলোনা। এমনটাই জানিয়েছেন কোচ জাভি হার্নান্দেজ।

তিনি বলেন, “চ্যাম্পিয়ন্স লিগে জায়গা (লা লিগায় শীর্ষ চারে থাকা) পাওয়া এখন আমাদের মূল লক্ষ্য। আর এরপর আমরা কোনো সম্ভাবনাই উড়িয়ে দিচ্ছি না, যতক্ষণ না হিসাব-নিকাশ আমাদের বিপক্ষে যায়।”

দলকে টেনে তোলার জন্য জানুয়ারির দল বদলে নিজেদের শক্তি বাড়িয়ে নিয়েছে বার্সেলোনা। শীতকালীন দল বদলে অ্যাডাম ট্রায়োরে, পিয়েরে-এমেরিক অবামেয়াংকে ফ্রি ট্রান্সফারে দলে ভিড়িয়েছে কাতালান ক্লাবটি। নতুন ফুটবলারদের নিয়েও বেশ উচ্ছ্বসি জাভি।

তিনি বলেন, “দলে আগে থেকেই যারা আছে এবং নতুন চুক্তিভুক্ত খেলোয়াড়দের নিয়ে আমি খুব রোমাঞ্চিত। আমার মনে হয়, আমরা উন্নতি করতে পারব।”

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

নিয়ম জটিলতায় আলভেসকেই বাদ দিলো বার্সেলোনা

নিয়ম জটিলতায় আলভেসকেই বাদ দিলো বার্সেলোনা

বিনামূল্যে আর্সেনাল থেকে বার্সেলোনায় আবেমেয়াং

বিনামূল্যে আর্সেনাল থেকে বার্সেলোনায় আবেমেয়াং

আবারও বার্সেলোনায় ফিরলেন অ্যাডামা ট্রোরে

আবারও বার্সেলোনায় ফিরলেন অ্যাডামা ট্রোরে

বার্সেলোনার কোচ জাভির আমন্ত্রণে স্পেনে ছুটে গেলেন মেসি

বার্সেলোনার কোচ জাভির আমন্ত্রণে স্পেনে ছুটে গেলেন মেসি