ম্যানচেস্টার ইউনাইটেডের যুব দলে রোনালদোর ছেলে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১২ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২২
ম্যানচেস্টার ইউনাইটেডের যুব দলে রোনালদোর ছেলে

ক্রীড়াজগতে বাবার পথ ধরে একই পেশায় পা রাখার অনেক নজির রয়েছে। এবার সেই তালিকায় নাম লেখালেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়র। ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের যুব দলে আনুষ্ঠানিকভাবে নাম লিখিয়েছেন ১১ বছর বয়সী এই কিশোর।

রোনালদোর ছেলে যে বাবার মতো ফুটবলেই আসবেন সেটা অনুমেয় ছিল। কিন্তু ম্যানইউতে নাম লেখানোর ব্যাপারটা বুঝা গেলো ট্রেনিং সেশনে দু’জনের একসাথে অনুশীলন দেখে। অবশেষে সেটা সত্যি হলো।

রেড ডেভিলদের যুব শিবিরে বাবার বিখ্যাত ‘৭’ নাম্বার জার্সি পরে খেলবেন ক্রিস্টিয়ানো জুনিয়র। রোনালদোর পাশাপাশি ম্যানইউতে যোগ দিয়েছেন গ্যাব্রিয়েল নামের এক প্রতিভাবান কিশোরও।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ২৬০০০ ফলোয়ার রয়েছে গ্যাব্রিয়েলের। এখনই তার সাথে চুক্তি করে রেখেছে খেলাধুলার সরঞ্জাম তৈরীর বিখ্যাত প্রতিষ্ঠান নাইকি। ইউনাইটেডের হয়ে যুব দলের অফিসিয়াল ফটোসেশনে ক্রিস্টিয়ানো জুনিয়রের পাশেই দেখা গেছে গ্যাব্রিয়েলকে।

ছেলে ম্যানইউর যুব দলে সুযোগ পেলেও এখনও এ নিয়ে কিছু বলেননি রোনালদো। মজার ব্যাপার হলো, এখনো কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত একাউন্ট খুলেননি রোনালদোর ছেলে।

শুরুতে এর আগে জুভেন্টাসের একাডেমীতে দুই বছর কাটিয়েছেন ক্রিস্টিয়ানো জুনিয়র। ২০২১ সালে জুভেন্টাস ছেড়ে আসার পরপরই ছেলেকেও ইংল্যান্ডে নিয়ে আসার সিদ্ধান্ত নেন রোনালদো।

ওইদিকে বড় ছেলে স্বপ্ন পূরণের পথে পা বাড়ানোয় আনন্দে আত্মহারা রোনালদোর স্ত্রী জর্জিনা রুদ্রিগেজ। ইনস্টাগ্রামে এক পোস্টে জর্জিনা লিখেন, ‘একসাথে আমাদের স্বপ্ন পুরণ হচ্ছে। মা তোমাকে ভালোবাসে।’

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

রোনালদোর আরও গোল করা উচিত : রালফ রাংনিক

রোনালদোর আরও গোল করা উচিত : রালফ রাংনিক

মেসি-নেইমারদের সাথে পিএসজিতে রোনালদো!

মেসি-নেইমারদের সাথে পিএসজিতে রোনালদো!

রোনালদোর পেনাল্টি মিসে বিদায় নিলো ম্যানচেস্টার ইউনাইটেড

রোনালদোর পেনাল্টি মিসে বিদায় নিলো ম্যানচেস্টার ইউনাইটেড

৪২ বছর বয়সেও খেলে যেতে চান রোনালদো

৪২ বছর বয়সেও খেলে যেতে চান রোনালদো