ফিফার নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবে আর্জেন্টিনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৩৮ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২২
ফিফার নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবে আর্জেন্টিনা

ল্যাটিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মাঠে নেমেছিল ব্রাজিল-আর্জেন্টিনা। আর্জেন্টিনার চার ফুটবলার নিজেদের ভ্রমণ তথ্য গোপন করায় পন্ড হয়েছিল ম্যাচটি। তদন্ত করে আর্জেন্টিনার চার ফুটবলারকে নিষিদ্ধ করেছে ফিফা। এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন।

২০২১ সালে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মাঠে নেমেছিল ব্রাজিল-আর্জেন্টিনা। তবে ম্যাচ শুরুর পাঁচ মিনিট পরেই মাঠে ঢুকে ম্যাচ পন্ড করে দেয় ব্রাজিলের স্বাস্থ্য বিভাগ। অভিযোগ ছিল, আর্জেন্টিনার চার ফুটবলার নিজেদের ভ্রমণ তথ্য গোপন করে ম্যাচ খেলতে এসেছিলেন।

এ ঘটনার পর ধারণা করা হয়েছিল ওই ম্যাচের পূর্ণ পয়েন্ট পাবে আর্জেন্টিনা। তবে সেই পথে হাঁটেনি বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। জানিয়েছে, আবারও মাঠে গড়াবে ম্যাচটি। 

ম্যাচটি আবারও মাঠে গড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলেও নিষিদ্ধ হয়েছে আর্জেন্টিনার চার ফুটবলার। তারা হলেন- জিওভানি লে চেলসো, ক্রিস্টিয়ানো রোমেরো, এমিলিয়ানো মার্টিনেজ এবং এমিলিয়ানো বুয়েন্দিয়া। এ চার ফুটবলার দুই ম্যাচের জন্য হয়েছেন নিষিদ্ধ।

ফিফার এ রায়ে সন্তুষ্ট হতে পারেননি আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। আলবিসেলেস্তাদের ফেডারেশন প্রধান ক্লাদিও তাপিয়া জানিয়েছেন, ‘ফিফার এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। জাতীয় দল সবসময় আমাদের অগ্রাধিকার পাবে।’

শুধু আর্জেন্টিনা নয়, ব্রাজিলকেও জরিমানা করেছে ফিফা। ব্রজিলকে জরিমানা গুনতে হবে সাড়ে পাঁচ লাখ সুইস ফ্রা। ফিফা তাদের সিদ্ধান্তে জানিয়েছে, পরবর্তীতে ম্যাচটি আয়োজিত হবে নিরপেক্ষ ভেন্যুতে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

নিষেধাজ্ঞায় আর্জেন্টিনার চার খেলোয়াড়, ব্রাজিলের জরিমানা

নিষেধাজ্ঞায় আর্জেন্টিনার চার খেলোয়াড়, ব্রাজিলের জরিমানা

কাতার বিশ্বকাপের টিকিট পেতে ১৭ মিলিয়ন আবেদন

কাতার বিশ্বকাপের টিকিট পেতে ১৭ মিলিয়ন আবেদন

নিজেদের সর্বোচ্চ ফিফা র‍্যাঙ্কিংয়ে সেনেগাল 

নিজেদের সর্বোচ্চ ফিফা র‍্যাঙ্কিংয়ে সেনেগাল 

স্পট ফিক্সিং, ফিফার নিষেধাজ্ঞায় আরামবাগ সভাপতি

স্পট ফিক্সিং, ফিফার নিষেধাজ্ঞায় আরামবাগ সভাপতি