বাজে ব্যবহারের দায়ে ব্রাজিলিয়ান লিগে এক ম্যাচ নিষিদ্ধ মাসকট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০৭ পিএম, ০৯ মার্চ ২০২২
বাজে ব্যবহারের দায়ে ব্রাজিলিয়ান লিগে এক ম্যাচ নিষিদ্ধ মাসকট

ব্রাজিলিয়ান সিরি-এ’র বর্তমান চ্যাম্পিয়ন অ্যাথলেটিকো মিনেইরো। সর্বশেষ ম্যাচে নিজেদের ঘরের মাঠে নগর প্রতিদ্বন্দ্বী ক্রুজেইরোর মুখোমুখি হয়েছিল ক্লাবটি। এ ম্যাচেই প্রতিপক্ষের সাথে হিংসাত্মক আচরণ করে মিনেইরোর মাসকট রোস্টার। এ ঘটনায় ঘরের মাঠে পরবর্তী ম্যাচে মাঠে থাকতে পারবে না মাসকট রোস্টার।

রোববার (৬ মার্চ) নিজের ঘরের মাঠে ক্রুজেইরোকে আতিথ্য দেয় অ্যাথলেটিকো মিনেইরো। এ ম্যাচের ৭০তম মিনিটে গোল করে সমতায় ফেরে ক্রুজেইরো। গোল উদযাপণ করতে গেলে সেখানেই বাধ সাধে মাসকট রোস্টার। তাদেরকে উদযাপণে বাঁধা দেয়। আর এই কারণেই অভিযোগ জানায় ক্রুইজেইরো কর্তৃপক্ষ।

এ অভিযোগের পর ঘটনার তদন্ত করে রাজ্য ফুটবল সংস্থা। তদন্তের পর মাসকটকে পরের ম্যাচে নিষিদ্ধ করে তারা। জানায়, অ্যাথলেটিকো মিনেইরোর ঘরের মাঠে অনুষ্ঠিতব্য পরের ম্যাচে থাকতে পারবে না মাসকট। কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, প্রতিপক্ষে খেলোয়াড়দের সাথে মাসকটের খারাপ আচরণ।

চলতি মাসের ১৯ তারিখ অ্যাথলেটিকো কালডেনসের বিপক্ষে ঘরের মাঠে নামবে মিনেইরো। সেই ম্যাচে মাঠে থাকবে না মাসকট। এছাড়াও রাজ্য ফুটবল সংস্থা তাদের বিবৃতিতে মাসকটকে ভবিষ্যতে সঠিক আচরণ মেনে চলারও নির্দেশ দিয়েছে।

রোববার ঘরের মাঠে শেষ মিনিটের গোলে ক্রুজেইরোর বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পায় অ্যাথলেটিকো মিনেইরো। তবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কথা বললেও মাসকটের আচরণ নিয়ে কোনো ধরনের মন্তব্য করেনি তারা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

কাতার বিশ্বকাপের পর ব্রাজিলের কোচ থাকছেন না তিতে

কাতার বিশ্বকাপের পর ব্রাজিলের কোচ থাকছেন না তিতে

ইউক্রেনে আটকে পড়া ব্রাজিলিয়ান ফুটবলারদের মুক্তির আকুতি

ইউক্রেনে আটকে পড়া ব্রাজিলিয়ান ফুটবলারদের মুক্তির আকুতি

নেইমারের বক্তব্যে ক্ষুব্ধ মার্কিন ফুটবল কর্তৃপক্ষ

নেইমারের বক্তব্যে ক্ষুব্ধ মার্কিন ফুটবল কর্তৃপক্ষ

অবসরের আগে মার্কিন মুলুকে খেলার ইচ্ছা নেইমারের

অবসরের আগে মার্কিন মুলুকে খেলার ইচ্ছা নেইমারের