চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে বিশ্বকাপ বাছাইপর্বে ৪-১ গোলে বিধ্বস্ত হওয়ার তিনদিন পর কোচ ডোরিভাল জুনিয়রকে ছাঁটাই করেছে ব্রাজিল। কনফেডারেশন অব ব্রাজিলিয়ান ফুটবল (সিবিএফ) এ তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতিতে সিবিএফ জানিয়েছে, ‘ডোরিভাল জুনিয়র আর ব্রাজিলিয়ান জাতীয় দলের কোচের দায়িত্বে নেই। ব্যবস্থাপনা কমিটি সবকিছুর জন্য ডোরিভালকে ধন্যবাদ ও তার ভবিষ্যত ক্যারিয়ারের জন্য শুভকামনা জানাচ্ছে।’
৬২ বছর বয়সী ডোরিভাল ২০০৪ সালের জানুয়ারিতে কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন। অন্তর্বর্তীকালীণ কোচ ফার্নান্দো দিনিজের স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি। কিন্তু ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের বাছাইপর্বে ব্রাজিলের একের পর এক ব্যর্থতায় অনেকটা দায়ভার ডোরিভালের উপর এসে পড়েছে।
পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এই মুহূর্তে দক্ষিণ আমেরিকান বাছাইপর্বের টেবিলে চতুর্থ স্থানে রয়েছে। বতর্মান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার থেকে ১০ পয়েন্ট পিছিয়ে রয়েছে সেলেসাওরা। ইতোমধ্যেই বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে আর্জেন্টিনা।
এছাড়া ইকুয়েডর ও উরুগুয়েল থেকেও পিছিয়ে রয়েছে ব্রাজিল। এ অঞ্চল থেকে ৬টি দল সরাসরি বিশ্বকাপের টিকেট পাবে। বাছাইপর্বের শেষ দুটি ম্যাচ খেলতে ৪ জুন ইকুয়েডর সফর ও ৯ জুন ঘরের মাঠে প্যারাগুয়েকে আতিথ্য দিবে ব্রাজিল।