মনটেলাকে বরখাস্ত করেছে সেভিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫৩ এএম, ৩০ এপ্রিল ২০১৮
মনটেলাকে বরখাস্ত করেছে সেভিয়া

দলের বাজে পারফরমেন্সে হতাশ হয়ে কোচ ভিনসেনজো মনটেলাকে বরখাস্ত করেছে সেভিয়া। তার স্থানে মৌসুমের বাকি সময়ের জন্য অর্ন্তবর্তীকালীণ কোচ হিসেবে জোয়াকুইন কাপারোসকে নিয়োগ দিয়েছে।

ডিসেম্বরে এডুয়ার্ডো বেরিজ্জোর স্থানে মনটেলাকে নিয়োগ দেয়া হয়েছিল। কিন্তু মনটেলার অধীনে লা লিগার ক্লাবটি ২৮ ম্যাচে মাত্র ১১টিতে জয় তুলে নেয়। শুক্রবার লেভান্তের বিপক্ষে ২-১ গোলের পরাজয়ের মধ্য দিয়ে মনটেলার বিদায় নিশ্চিত হয়। মৌসুমে আর মাত্র চারটি ম্যাচ বাকি রয়েছে। এই ম্যাচগুলোতে কাপারোসই প্রধান কোচের দায়িত্ব পালন করবেন, তার সহকারী হিসেবে কাজ করবেন এন্টোনিও আলভারেজ। এছাড়া ব্যাকরুম স্টাফ হিসেবে সাবেক খেলোয়াড় কার্লোস মারচেনা, পাকো গালারডো ও লুসি মার্টিনতো রয়েছেনই।

রোববার ৬২ বছর বয়সী কাপারোসকে কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেয়া হয়। সব ধরনের প্রতিযোগিতায় টানা ৯টি ম্যাচ জয়বিহীন থাকায় সেভিয়া ইউরোপীয়ান প্রতিযোগিতা থেকে জায়গা হারিয়েছে।

লা লিগা টেবিলে ষষ্ঠ স্থানে থাকা ভিয়ারেলের থেকে তিন পয়েন্ট পিছিয়ে সপ্তম স্থানে রয়েছে সেভিয়া। মনটেলার অধীনে সেভিয়া কোপা ডেল রে ফাইনালে ও ম্যানচেস্টার ইউনাইডেকে বিদায় করে দিয়ে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে সেভিয়া। কিন্তু সাম্প্রতীক সময়ে দলের বাজে পারফরমেন্সে দ্বিতীয়বারের মত কোচ পরিবর্তনে বাধ্য হয় ক্লাব কর্তৃপক্ষ।


শেয়ার করুন :


আরও পড়ুন

ফিফা কর্তৃক আজীবন নিষিদ্ধ ব্রাজিল ফুটবল প্রধান

ফিফা কর্তৃক আজীবন নিষিদ্ধ ব্রাজিল ফুটবল প্রধান

কোচের পদ ছাড়ছেন ম্যারাডোনা

কোচের পদ ছাড়ছেন ম্যারাডোনা

দেশে ফিরেছে হংকং জয়ী বাংলাদেশের মেয়েরা

দেশে ফিরেছে হংকং জয়ী বাংলাদেশের মেয়েরা

বিদায় বেলা কাঁদলেন ইনিয়েস্তা

বিদায় বেলা কাঁদলেন ইনিয়েস্তা