বিশ্বকাপে মেসিদের বেজ ক্যাম্প কাতার বিশ্ববিদ্যালয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ১৯ এপ্রিল ২০২২
বিশ্বকাপে মেসিদের বেজ ক্যাম্প কাতার বিশ্ববিদ্যালয়

চলতি বছরের শেষদিকে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে মাঠে গড়াবে ফুটবল বিশ্বকাপ। এই আসরকে সামনে রেখে অনুশীলনের জন্য কাতার বিশ্ববিদ্যালয়কে নিজেদের বেজ ক্যাম্প বানাবে আর্জেন্টিনা দল। বিষয়টি নিশ্চিত করেছে কাতার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

আন্তর্জাতিক ফুটবলে অনেক দিন ধরেই দারুণ ছন্দে আছে আর্জেন্টিনা। সর্বশেষ কোপা আমেরিকা ও বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ ছন্দে ছিল আলবিসেলেস্তারা। কাতারে  তাদের লক্ষ্য যে কোন উপায়ে এবার বিশ্বকাপ শিরোপা নিজেদের করে নেওয়া। 

চলতি বছরের ২১ নভেম্বর শুরু হবে আসন্ন কাতার বিশ্বকাপ। টুর্নামেন্ট শুরুর এক সপ্তাহ আগেই কাতারে পৌঁছাবে মেসির দল। আর বিশ্বকাপের পুরোটা সময় তাদের অনুশীলন এবং থাকার ব্যবস্থা করা হচ্ছে কাতার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে।

অনুমান করা হচ্ছে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির এটাই শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে। আর শেষবারের মতো বিশ্বকাপ খেলতে নেমে শিরোপাটা নিজের হাতেই তুলতে চান মেসি।

নিজের প্রথম বিশ্বকাপ জয়ের পাশাপাশি দেশকে ৩৬ বছরের শিরোপা খরা কাটাতে বদ্ধ পরিকর আর্জেন্টিনা। তরুণ প্রতিভাবান ফুটবলারদের নিয়ে গড়া আর্জেন্টিনা সর্বশেষ দুই বছরের বেশি সময় ধরে অপরাজিত। কোপা আমেরিকার সর্বশেষ আসরে ২৮ বছর পর জিতেছে শিরোপা এবং লিওনেল মেসি পেয়েছেন প্রথম কোন আন্তর্জাতিক শিরোপার স্বাদ।

আন্তর্জাতিক শিরোপা জয়ের সেই ধারাবাহিকতা ধরে রাখতে বেশ আগেই নিজেদের কার্যক্রম শুরু করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। এরই অংশ হিসেবে আর্জেন্টিনার বেজ ক্যাম্প হিসেবে এই বিশ্ববিদ্যালয়কে চূড়ান্ত করা হয়েছে।

এখানকার অনুশীলনসহ সব সুযোগ-সুবিধা দেখে বেশ উচ্ছ্বসিত আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি। আর আর্জেন্টিনা দলকে বাড়তি সুবিধা দিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংস্কার করারও উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। জানিয়েছে, সেখানে আর্জেন্টিনাকে সকল ধরনের সুবিধা দেওয়া হবে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

কাতার বিশ্বকাপে ‘হুমকির মুখে’ যেসব রেকর্ড

কাতার বিশ্বকাপে ‘হুমকির মুখে’ যেসব রেকর্ড

দিবালাকে জুভেন্টাসে থাকতে বললেন ফ্যাবিও ক্যাপেলো

দিবালাকে জুভেন্টাসে থাকতে বললেন ফ্যাবিও ক্যাপেলো

নিলামে উঠা ম্যারাডোনার জার্সি নিয়ে বিতর্ক!

নিলামে উঠা ম্যারাডোনার জার্সি নিয়ে বিতর্ক!

নারীদের কোপা আমেরিকায় একই গ্রুপে ব্রাজিল-আর্জেন্টিনা

নারীদের কোপা আমেরিকায় একই গ্রুপে ব্রাজিল-আর্জেন্টিনা