ইতালিয়ান কাপের ফাইনালে ইন্টারের প্রতিপক্ষ জুভেন্টাস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪২ এএম, ২১ এপ্রিল ২০২২
ইতালিয়ান কাপের ফাইনালে ইন্টারের প্রতিপক্ষ জুভেন্টাস

ইতালিয়ান কাপের প্রথম সেমিফাইনালে প্রতিবেশি এসি মিলানকে হারিয়ে ফাইনালের মঞ্চে আগে থেকেই পা রেখেছিল ইন্টার মিলান। অপেক্ষায় ছিল প্রতিপক্ষের। তাদের অপেক্ষার প্রহর ফুরিয়ে শিরোপার লড়াইয়ে শামিল হলো আরেক জায়ান্ট জুভেন্টাস।

দ্বিতীয় সেমিফাইনালের ফিরতি লেগে ফিওরেন্টিনাকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে জুভেন্টাস। প্রথম লেগে ১-০ গোলের জয়ের সুবাদে দুই লেগ মিলিয়ে ৩-০ গোলের পরিষ্কার জয়ে ফাইনালের মঞ্চে পা রেখেছে আলেগ্রির দল।

পুরো ম্যাচে অবশ্য বল দখলে এগিয়ে ছিল ফিওরেন্টিনা। ৬৮ শতাংশ সময় বল দখলে রেখেছে তারা। গোলের জন্য শট নিয়েছিল ১৭টি। ৫টি লক্ষ্যে রাখে তারা। অন্যদিকে, জুভেন্টাসের ৮ শটের ৩টি লক্ষ্যে থাকে। যার দুটিই রুপান্তর হয় গোলে।

বাংলাদেশ সময় বুধবার (২০ এপ্রিল) রাতে আলিয়াঞ্জ স্টেডিয়ামে ম্যাচের ৩২ মিনিটের মাথায় এগিয়ে যায় জুভেন্টাস। দারুণ এক ভলিতে দলের হয়ে প্রথম গোলটি করেন ফেদেরিকো বের্নারদেস্কি।

এরপর প্রথমার্ধে আরও কয়েকটি সূযোগ পেয়েছিল দুই দলই। তবে কাজে লাগাতে পারেনি। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে নেমেই জুভেন্টাস শিবিরে আক্রমণ করে বসে ফিওরেন্টিনা।

পাল্টা আক্রমণে উঠে আবারও নিজেদের জানান দিতে শুরু করে জুভেন্টাস। তবে নির্ধারিত সময়ে আর গোলের দেখা পায়নি কোনো দলই। এমন সময়েই ফিওরেন্টিনাকে চমকে দেন দানিলো। যোগ করা সময়ের চার মিনিটের মাথায় দুর্দান্ত এক গোলে ম্যাচে ফলাফল নির্ধারণ করে দেন।

এই জয়ের আত্মবিশ্বাস নিয়েই ফাইনালে নামবে জুভেন্টাস। যদিও শক্তির বিচারে যোজন এগিয়ে ইন্টার মিলান। তবে ইতালিয়ান কাপের রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন ও বর্তমান শিরোপাধারীরাও যে কম শক্ত প্রতিপক্ষ নয়।

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

এসি মিলানকে হারিয়ে ইতালিয়ান কাপের ফাইনালে ইন্টার

এসি মিলানকে হারিয়ে ইতালিয়ান কাপের ফাইনালে ইন্টার

এক মৌসুমেই শেষ হচ্ছে রামোসের পিএসজি অধ্যায়

এক মৌসুমেই শেষ হচ্ছে রামোসের পিএসজি অধ্যায়

মেলবোর্নের এমসিজিতে মুখোমুখি হবেন মেসি-নেইমার

মেলবোর্নের এমসিজিতে মুখোমুখি হবেন মেসি-নেইমার

নিরাপত্তায় শঙ্কায় কাতার বিশ্বকাপে থাকবে না ইসরায়েলের জনগণ

নিরাপত্তায় শঙ্কায় কাতার বিশ্বকাপে থাকবে না ইসরায়েলের জনগণ