ম্যাচ হেরে নিজেদের মাঠকেই দুষছেন চেলসি কোচ টুখেল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:০১ পিএম, ২১ এপ্রিল ২০২২
ম্যাচ হেরে নিজেদের মাঠকেই দুষছেন চেলসি কোচ টুখেল

এইতো কিছুদিন আগে ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ম্যাচ ড্র করে মাঠ নিয়ে অভিযোগ করেছিলেন বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। প্রতিপক্ষের মাঠ নিয়ে এমন অভিযোগ ইউরোপিয়ান ফুটবলে নতুন কিছু নয়। তবে টমাস টুখেল এবার যা করলেন, তা নিয়ে নিশ্চিতভাবেই আলোচনা তৈরি হবে। আর্সেনালের কাছে ঘরের মাঠে ৪-২ গোলে হেরেছে চেলসি। এরপরেই ম্যাচ হারের জন্য নিজেদের মাঠকেই দায়ী করেছেন তিনি।

বুধবার (২১ এপ্রিল) আর্সেনালের কাছে ৪-২ গোলে হেরেছে চেলসি। এই নিয়ে ঘরের মাঠে টানা তিন ম্যাচে হারলো চেলসি। ব্রেন্টফোর্ড কিংবা রিয়াল মাদ্রিদের বিপক্ষে হারের পর মাঠ নিয়ে কোনো অভিযোগ তোলেননি টুখেল। তবে আর্সেনালের কাছে এই অভিযোগ তুলেছেন তিনি।

তিনি বলেন, “খেলার জন্য পিচ মোটেও ভালো অবস্থায় ছিল না। এটা অভিযোগের মতো মনে হলেও এটাই সত্যি। খেলার জন্য পিচ খুব খুব কঠিন ছিল।”

তবে চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হারের জন্য মাঠের পাশাপাশি নিজেদের ভুলও তুলে ধরেন টুখেল। তিনি বলেন, “রিয়াল ম্যাচেও বল অস্বাভাবিক আচরণ করেছে। তবে ওই ম্যাচে আমরা কিছু ভুলও করেছি। এই কারণে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিতে হয়েছে।”

টানা তিন ম্যাচে ঘরের মাঠে হারের জন্য নিজের শিষ্যদের দায়ও কম দেখছেন না টুখেল। বলেন, “আমরা ঘরের মাঠে টানা কয়েকটি ভুল করেছি। এটা অসম্ভব ঘটনা। কিন্তু এটাই আমরা করতেছি।”

প্রিমিয়ার লিগে ৩১ ম্যাচ খেলে ৬২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অবস্থান করছে চেলসি। শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৩২ ম্যাচে ৭৭।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

ম্যানচেস্টার ইউনাইটেড নতুন কোচ এরিক টেন হ্যাগ

ম্যানচেস্টার ইউনাইটেড নতুন কোচ এরিক টেন হ্যাগ

ম্যানচেস্টার ইউনাইটেডের পারফর্মেন্সে হতাশ রয় কিন

ম্যানচেস্টার ইউনাইটেডের পারফর্মেন্সে হতাশ রয় কিন

নতুন কোচ হিসেবে রিয়াল কিংবদন্তি রাউলকে চায় লিডস

নতুন কোচ হিসেবে রিয়াল কিংবদন্তি রাউলকে চায় লিডস

ফুটবলারদের দুয়ো দেওয়ায় ক্ষুব্ধ ইউনাইটেড কোচ র‍্যাংনিক

ফুটবলারদের দুয়ো দেওয়ায় ক্ষুব্ধ ইউনাইটেড কোচ র‍্যাংনিক