সুপার লিগ কাণ্ডে রিয়াল-বার্সা-জুভেন্টাসকে শাস্তি দিতে পারবে উয়েফা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৫০ পিএম, ২২ এপ্রিল ২০২২
সুপার লিগ কাণ্ডে রিয়াল-বার্সা-জুভেন্টাসকে শাস্তি দিতে পারবে উয়েফা

২০২১ সালে সুপার লিগ ফুটবল নিয়ে ফুটবল বিশ্ব ছিল উত্তাল। নানা বিতর্কের মুখে সুপার লিগ থেকে সব ক্লাব বেরিয়ে গেলেও বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাস এখনও সুপার লিগের সিদ্ধান্তে অটল আছে। উয়েফা ঘোষণা দিয়েছিল এই তিন ক্লাবের বিরুদ্ধে শাস্তি দেওয়ার। কিন্তু মাদ্রিদের আদালত এই তিন ক্লাবের পক্ষে আদেশ দেওয়ায় এতদিন উয়েফা সেটা করতে পারেনি। তবে এবার আদালত সেই আদেশ উঠিয়ে নেওয়ায় উয়েফার সামনে এই তিন ক্লাবকে শাস্তি দিতে আর কোন বাধা রইলো না  

তবে এই বিষয়ে ফিফা এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। আদালতের এই রায়ের পর এখনও মন্তব্য করেনি রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা এবং জুভেন্টাস। এদিকে স্প্যানিশ গণমাধ্যমগুলো জানাচ্ছে আবারও আদালতের দ্বারস্ত হবে ক্লাব তিনটি।

বৃহস্পতিবার (২১ এপ্রিল)  আদালত আদেশ উঠিয়ে নেওয়ার সময় জানায়, “২০২১ সালে এপ্রিলে দেওয়া আদেশ উঠিয়ে নেওয়া হচ্ছে। কারণ এই ক্লাবগুলোকে যদি ফিফা এবং উয়েফা শাস্তি দেয় তাহলেও তাদের সুপার লিগের পরিকল্পনায় সেটা বাধা হতে পারবে না।” 

২০২১ সালের এপ্রিলে “বিদ্রোহী” লিগ বলে পরিচিত ইউরোপিয়ান সুপার লিগ আয়োজনের ঘোষণা দিয়েছিল ইউরোপের শীর্ষ ১২টি ক্লাব। প্রবল চাপ ও বিতর্কের মুখে ৯টি ক্লাব সরে দাড়ালেও রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও জুভেন্টাস এখনো সুপার লিগ আয়োজনের পরিকল্পনায় রয়েছে।

এই তিন ক্লাব এখনও পরিকল্পনা থেকে সরে না আসায় ২০২১ সালে মে মাসে তাদেরকে শাস্তির আওতায় আনতে চেয়েছিল উয়েফা। এমনকি শাস্তিও ঘোষণা করেছিল। কিন্তু এই রায়ের বিরুদ্ধে মাদ্রিদের একটি বাণিজ্যিক আদালত ক্লাব তিনটির পক্ষে ঘোষণা দেয় এবং ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিসকে অনুরোধ করে ব্যবস্থা নিতে। তখন সুইস আদালতে আদেশে পরে উয়েফা আর শাস্তি দিতে পারেনি। এমনককি ক্লাবগুলোর বিরুদ্ধে আইনি যুদ্ধও বন্ধের ঘোষণা দিয়েছিল উয়েফা। 

তবে এখন মাদ্রিদের ক্লাবটির আদেশ তুলে নেওয়া নেওয়াতে ক্লাব তিনটির সুপার লিগ আয়োজনে বড়সড় ধাক্কা লাগলো, এটি বলাই যায়। আর এখন উয়েফার সামনে শাস্তি দিতে আর কোন বাধা থাকলো না।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

নিষিদ্ধের শঙ্কায় সুপার লিগে যোগ দেওয়া ইতালীয় ক্লাবগুলো

নিষিদ্ধের শঙ্কায় সুপার লিগে যোগ দেওয়া ইতালীয় ক্লাবগুলো

সুপার লিগের নতুন বিতর্ক, চাইলেই ছাড়তে পারবে না ক্লাব

সুপার লিগের নতুন বিতর্ক, চাইলেই ছাড়তে পারবে না ক্লাব

ফুটবল ‘বাঁচাতেই’ ইউরোপিয়ান সুপার লিগ

ফুটবল ‘বাঁচাতেই’ ইউরোপিয়ান সুপার লিগ

সুপার লিগ ক্যালেঙ্কারি : চেলসির দুঃখ প্রকাশ

সুপার লিগ ক্যালেঙ্কারি : চেলসির দুঃখ প্রকাশ