সুপার লিগের নতুন বিতর্ক, চাইলেই ছাড়তে পারবে না ক্লাব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:১৫ এএম, ২৬ এপ্রিল ২০২১
সুপার লিগের নতুন বিতর্ক, চাইলেই ছাড়তে পারবে না ক্লাব

ইউরোপিয়ান সুপার লিগ (ইএসএল) নিয়ে আলোচনা-সমালোচনার যেন শেষ নেই। শুরুর আগেই লিগ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে বেশ কিছু ক্লাব। তবে রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ জানিয়েছেন, ইএসএলে থেকে চাইলেই নিবন্ধনকারী ক্লাব নাম প্রত্যাহার করতে পারবে না। আইন অনুযায়ী বাধ্যবাধকতা রয়েছে।

১২টি ক্লাবের অংশগ্রহণে ইএসএল লিগ শুরু হবে -এমন আভাসের পর থেকেই বিশ্বজুড়ে শুরু হয় তুমুল বিতর্ক। সেই বিতর্কের মুখে মঙ্গলবার ৯টি ক্লাব লিগ থেকে নাম প্রত্যাহার করে নেয়। তবে লিগে এখনও নিজেদের নাম রেখেছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। 

মাদ্রিদ প্রেসিডেন্ট পেরেজ মনে করেন, চাইলেই ক্লাবগুলো সুপার লিগ থেকে বের হতে পারবে না। স্পেনের একটি দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন,`চুক্তির সময়ই কিছু বাধ্যবাধকতা ছিল, তাই ক্লাবগুলো চাইলেই চলে যেতে পারবে না।`

তিনি মনে করেন, কিছু ক্লাব চাপের মুখে পড়ে নাম প্রত্যাহারের কথা বলছে। তবে তার বিশ্বাস ইএসএল না হলেও এর মতো অন্য কোনো লিগ সামনে আয়োজন হবে।

পেরেজ বলেন `মনে হচ্ছে চাপের মুখে পড়ে কিছু ক্লাব নিজেদের নাম সরিয়ে নিয়েছে। কিন্তু এ  লিগ হোক বা এর মতো অন্য কোনো লিগ হলেও সামনে হবে। আমরা এ ব্যাপারে দ্রুত কাজ করব।`

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাকালীন আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতেই বড় ক্লাবগুলো মিলে নতুন এ টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল। তবে তা মাঠে গড়ানোর আগেই জন্ম দেয় নানা বিতর্ক।  

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

দেশে ফেরার পথে আটকে গেলেন জামাল ভূঁইয়া

দেশে ফেরার পথে আটকে গেলেন জামাল ভূঁইয়া

পয়েন্ট হারিয়ে শিরোপা দৌড়ে রিয়ালের হোঁচট

পয়েন্ট হারিয়ে শিরোপা দৌড়ে রিয়ালের হোঁচট

এমবাপের জোড়া গোলে পিএসজির জয়

এমবাপের জোড়া গোলে পিএসজির জয়

সুপার লিগ ক্যালেঙ্কারি : চেলসির দুঃখ প্রকাশ

সুপার লিগ ক্যালেঙ্কারি : চেলসির দুঃখ প্রকাশ