লিডসকে হারিয়ে শীর্ষেই থাকলো ম্যানসিটি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪৬ এএম, ০১ মে ২০২২
লিডসকে হারিয়ে শীর্ষেই থাকলো ম্যানসিটি

ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুর-ম্যানচেস্টার সিটির মধ্যে শীর্ষস্থান নিয়ে চলছে ইঁদুর-বিড়াল লড়াই। নিউক্যাসলকে হারিয়ে শীর্ষস্থানে উঠেছিল লিভারপুল। এর তিন ঘণ্টা পরেই লিডস ইউইনাটেডকে ৪-০ গোলে হারিয়ে আবারও শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে ম্যানচেস্টার সিটি।

শনিবার (৩০ এপ্রিল) লিডসের মাঠে শুরুতে আধিপত্য বিস্তার করতে পারেনি পেপ গার্দিওয়ালার শিষ্যরা। তবুও ম্যাচের ১৩তম মিনিটে ফিল ফোডেনের ফ্রি-কিক থেকে সিটিজেনদের এগিয়ে নেন রদ্রি।

এক গোলে পিছিয়ে পড়ে সমতায় ফিরতে একের পর এক লড়াই চালিয়ে যায় লিডস ইউনাইটেড। প্রথমার্ধে বেশ কয়েকবার সমতায় ফেরার সুযোগ পেলেও শেষ পর্যন্ত প্রতিপক্ষে জালে বল জড়াতে পারেনি লিডস। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় সিটিজেনরা।

বিরতি থেকে ফিরে শুরু থেকে লিডসের উপর আধিপত্য বিস্তার করা শুরু করে ম্যানসিটি। দ্বিতীয়ার্ধের নবম মিনিটে রুবেন দিয়াজের নেওয়া কর্নার কিক থেকে সেট পিসে গোল করেন নাথান অকে। আর এতেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় সিটিজেনরা।

ম্যাচের ৭৮তম মিনিটে আবারও এগিয়ে যায় সিটি। এবার সিটিজেনদের হয়ে স্কোর শিটে নাম তোলেন গ্যাব্রিয়েল জেসুস। এ নিয়ে সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচে গোলের দেখা পেলেন এই ব্রাজিলিয়ান।

যোগ করা সময়ে লিডসের কফিনে শেষ পেরেক ঠুকে দেন আরেক ব্রাজিলিয়ান ফার্নান্দিনহো। আর এতেই ৪-০ গোলের জয় নিশ্চিত করে পেপ গার্দিওয়ালার শিষ্যরা।

৩৪ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষস্থান নিজেদের করে নিয়েছে ম্যানচেস্টার সিটি। সমান সংখ্যক ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে সিটিজেনদের ঘাড়ে নিশ্বাস ফেলছে লিভারপুল।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

চ্যাম্পিয়নস লিগ সেমি-ফাইনালে দ্রুততম গোলের রেকর্ড ডি ব্রুইনের

চ্যাম্পিয়নস লিগ সেমি-ফাইনালে দ্রুততম গোলের রেকর্ড ডি ব্রুইনের

ফাইনালে যেতে ম্যানচেস্টার সিটি ফুটবলারদের নিষ্ঠুর হতে বললেন গার্দিওয়ালা

ফাইনালে যেতে ম্যানচেস্টার সিটি ফুটবলারদের নিষ্ঠুর হতে বললেন গার্দিওয়ালা

সিটিকে নিয়ে রিয়ালকে ভাবার পরামর্শ তেভেজের

সিটিকে নিয়ে রিয়ালকে ভাবার পরামর্শ তেভেজের

সিটিতে নিজের ভবিষ্যত নিয়ে এখনই কথা বলতে না জেসুস

সিটিতে নিজের ভবিষ্যত নিয়ে এখনই কথা বলতে না জেসুস