জাতীয়তা নিয়ে প্রশ্ন, শঙ্কায় ইকুয়েডরের কাতার বিশ্বকাপ!

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৩২ পিএম, ০৬ মে ২০২২
জাতীয়তা নিয়ে প্রশ্ন, শঙ্কায় ইকুয়েডরের কাতার বিশ্বকাপ!

ইকুয়েডরের ফুটবলার বাইরন কাস্টিলোর জাতীয়তা নিয়ে প্রশ্ন তুলেছে চিলি ফুটবল ফেডারেশন। এই নিয়ে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে অভিযোগ জানিয়েছে চিলি। সেখানে জানানো হয়েছে, বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে জাতীয়তা না থাকার পরও কাস্টিলোকে খেলিয়েছে ইকুয়েডর।

চিলিয়ান ফুটবল ফেডারেশন জানিয়েছেন, কাস্টিলো মূলত কলম্বিয়ান নাগরিক। এখনও ইকুয়েডরের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেনি। তবুও তাকে ইকুয়েডর তাদের জাতীয় দলের হয়ে ম্যাচ খেলিয়েছে।

চিলির এই অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করেছে ফিফা। তারা জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হবে। তবে কবে নাগাদ বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তা জানানো হয়নি।

ফিফার নিয়মানুযায়ী কোনো দেশ নাগরিকত্ব না পাওয়া ফুটবলারকে খেলালে প্রতিপক্ষকে ৩-০ গোলে বিজয়ী বলে ঘোষণা করা হয়। এছাড়াও প্রতিপক্ষ দলকে দেওয়া হয় দুই ম্যাচ জয়ের সমান ছয় পয়েন্ট।

কোপা আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে চতুর্থ হয়ে কাতার বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ইকুয়েডর। আর পাঁচ নম্বরে থেকে বিশ্বকাপের আন্তমহাদেশিয় কোয়ালিফায়ার খেলবে পেরু।

আর ইকুয়েডরের চেয়ে সাত পয়েন্টে পিছিয়ে থাকা চিলির অবস্থান ১০ দলের মধ্যে সপ্তম। চিলির দেওয়া অভিযোগ সত্যি হলে, সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ মিলবে দেশটির। আর বাদ পড়বে ইকুয়েডর।

কাতার বিশ্বকাপের ‘এ’ গ্রুপে পড়েছে ইকুয়েডর। বিশ্বকাপের উদ্বোধনী দিনেই মাঠে নামবে দলটি। কাতার বিশ্বকাপে ইকুয়েডরের গ্রুপ সঙ্গী হয়েছে স্বাগতিক কাতার, নেদারল্যান্ডস এবং সেনেগাল।

ল্যাটিন আমেরিকা অঞ্চলে জাতীয়তা নিয়ে অভিযোগ নতুন কিছু না। ২০১৮ রাশিয়া ফুটবল বিশ্বকাপের বাছাইপর্বে বলিভিয়ার ফুটলার নেলসন ক্যাবরেরাকে নিয়ে অভিযোগ উঠেছিল। অবশ্য ওই ঘটনায় বলিভিয়াকে শাস্তিও দেওয়া হয়েছিল।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

কাতার বিশ্বকাপ প্লে অফের তারিখ চূড়ান্ত

কাতার বিশ্বকাপ প্লে অফের তারিখ চূড়ান্ত

সালাহ’র মুখে লেজার মেরে জরিমানার কবলে সেনেগাল

সালাহ’র মুখে লেজার মেরে জরিমানার কবলে সেনেগাল

কাতার বিশ্বকাপে ২৩.৫ মিলিয়ন টিকিটের আবেদন, আগ্রহের শীর্ষে আর্জেন্টিনার ম্যাচ

কাতার বিশ্বকাপে ২৩.৫ মিলিয়ন টিকিটের আবেদন, আগ্রহের শীর্ষে আর্জেন্টিনার ম্যাচ

ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি আর খেলতে চায় না আর্জেন্টিনা

ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি আর খেলতে চায় না আর্জেন্টিনা